কলকাতা: চোট ছিটকে দিয়েছে ভারতের টেস্ট দল থেকে৷ স্থায়ী জায়গাটা যেন হঠাৎ করেই নড়বড়ে হয়ে গিয়েছে৷ ঋদ্ধিমান সাহা এখন ফের জাতীয় দলে ফেরার লড়াইয়ে৷
চোট পেয়ে ঋদ্ধিমান ছিটকে যাওয়ায় তাঁর বদলে সুযোগ পেয়েই ব্যাট হাতে সফল পার্থিব পটেল৷ মিডল অর্ডার হোক বা ওপেনিং স্লট-পার্থিব সফল বিরাটের টেস্ট দলে৷ তার উপর উইকেট কিপার হিসেবে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন কেএল রাহুল, নমন ওঝা, রবিন উথাপ্পা, ঋষভ পান্থের মত একঝাঁক প্রতিদ্বন্ধী৷ ঋদ্ধির দাবি, তিনি ওসব নিয়ে কিছুই ভাবছেন না৷ আপাতত তাঁর লক্ষ্য বাংলা দলের হয়ে একদিন ও টি-২০ টুর্নামেন্টে নিজেকে প্রমাণ করা৷
বৃহস্পতিবার দুপুরে মোহনবাগান অনুশীলনে হাজির ছিলেন ঋদ্ধিমান৷ বাগান অনুশীলনে দেখা গেল জাতীয় দলে ঋদ্ধির সতীর্থ মহম্মদ শামিকেও৷ চোট সারাতে বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাবে ছিলেন ভারতীয় দলের এই পেসার৷ কলকাতায় এসেছেন নিউ ইয়ারের ছুটি কাটাতে৷ ২ তারিখ ফের চলে যাবেন বেঙ্গালুরু৷
ঋদ্ধি-সামির প্রত্যাবর্তনের লড়াই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2016 09:45 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -