এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিল ব্রুমের (১০৯) শতরানের সুবাদে ২৫১ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে শুরুটা ভালই করেছিল বাংলাদেশ। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৫ রান যোগ করেন সাব্বির (৩৮) ও ইমরুল কায়েশ (৫৯)। এরপরেই রান আউট হয়ে যান সাব্বির। ইমরুল শর্ট কভারে একটি বল ঠেলে রান নিতে দৌড়েছিলেন। কিন্তু সাব্বির প্রথমে ছোটেননি। ইমরুল অনেকটা এগিয়ে এসেছেন দেখে সাব্বির ছোটার চেষ্টা করেন। কিন্তু রান নেওয়া সম্ভব নয় দেখে তিনিও ইমরুলের সঙ্গেই নন-স্ট্রাইকার প্রান্তের দিকে ছুটতে শুরু করেন। ইমরুল আগে ক্রিজে পৌঁছে যান। ফলে রান আউট হন সাব্বির।
দেখুন, সেই রান আউটের ভিডিও