নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি আগামী ২০১৯ সালের বিশ্বকাপের দলে থাকবে কি না, তা জানতে এখনও ঢের দেরি। কিন্তু, প্রাক্তন ক্রিকেটার তথা একসময় মাহির সতীর্থ বীরেন্দ্র সহবাগ মনে করেন, ধোনির ‘যোগ্য বিকল্প’ এখনও পায়নি ভারতীয় দল।


এদিন সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া একান্ত সাক্ষাতকারে ভারতের এই প্রাক্তন ওপেনার বলেন, আমি মনে করি না বর্তমান সময়ে কেউ ধোনির জায়গা নিতে পারবে। ঋষভ পন্ত ভাল, কিন্তু, তার আরও সময় দরকার। আর সেটা একমাত্র ২০১৯ সালের পর হতে পারে। তখনই ধোনির বিকল্পের ভাবনা করা যেতে পারে। ততদিনে পন্তকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে।


ধোনিকে ভারতের গ্রেটেস্ট ম্যাচ-উইনার হিসেবে উল্লেখ করে সহবাগ জানান, ধোনির ব্যাটে খারাপ ফর্ম নিয়ে চিন্তা না করে ক্রিকেটপ্রেমীদের উচিত প্রার্থনা করা ও যাতে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকে। তিনি বলেন, মিডল ও লোয়ার মিডল অর্ডারে ধোনির যা অভিজ্ঞতা রয়েছে, তা কারও নেই।


সহবাগের মতে, ধোনির গোটা কেরিয়ার হল জীবনচক্রের সংজ্ঞা। তিনি বলেন, জীবনের মতোই, খেলার ক্ষেত্রেও কোনও দুই সময় এক হয় না। আপনাকে তা মানতে হবে। কখনও আপনি রান পাবেন, কখনও পাবেন না। ব্যবসার মতো, আপনি প্রতিবছর লাভ করতে পারেন না।


অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ধোনির জায়গায় লোকেশ রাহুলকে উইকেটরক্ষক হিসেবে খেলানো যেতে পারে। যদিও, সহবাগ এই ধারনার পরিপন্থী। তিনি মনে করেন, রাহুলকে ব্যাটিংয়ের ওপর জোর দেওয়া উচিত।