হায়দরাবাদ: অভিষেক টেস্ট সিরিজেই ২০০-র বেশি রান এবং ম্যার অফ দ্য সিরিজ হওয়াটা যে কোনও ব্যাটসম্যানের কাছে স্বপ্নের বিষয়। ভারতের তরুণ ব্যাটসম্যান পৃথ্বী শ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সেই স্বপ্ন সত্যি করে দেখিয়েছেন। বছর আঠারোর পৃথ্বী এই সাফল্যের জন্য ড্রেসিংরুমের পরিবেশকে কৃতিত্ব দিয়েছেন।
পৃথ্বী বলেছেন, দলে সিনিয়র, জুনিয়র বলে কোনও ভাগ নেই।সবাই একটা পরিবারের মতো।
অভিষেক টেস্টেই রাজকোটে ১৩৪ রান করেছিলেন পৃথ্বী। এরপর হায়দরাবাদ টেস্টে প্রথম ইনিংসে ৭০ এবং দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৩৩ রান করেন।
দুটি ম্যাচেই ব্যাট হাতে এই দাপুটে পারফরম্যান্সের জন্য তাঁকেই সিরিজ সেরা বেছে নেওয়া হয়।
গতকাল ম্যাচের পর পৃথ্বী বলেছেন, আমার কাছে দারুণ খুশির মুহূর্ত। ভারতের হয়ে ম্যাচ ফিনিস করাটা একটা গর্বের বিষয়। আমি প্রথম আন্তর্জাতিক সিরিজ খেললাম। সেই সিরিজ ২-০ জিতলাম।তাও আবার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারের সঙ্গে।
ড্রেসিংরুমে সিনিয়র, জুনিয়র বলে কিছু নেই, সবাই পরিবারের মতো , বললেন পৃথ্বী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2018 10:57 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -