ধবন আউট হওয়ার পর যখন ব্যাট করতে মাঠের দিকে রওনা দিলেন ঋষভ ও শ্রেয়স...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2019 03:27 PM (IST)
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ৯ উইকেটে হেরে গিয়েছে। গতকালের এই ম্যাচে ওপেনার শিখর ধবন ছাড়া অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকতে পারেননি। নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত।
নয়াদিল্লি : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ভারত ৯ উইকেটে হেরে গিয়েছে। গতকালের এই ম্যাচে ওপেনার শিখর ধবন ছাড়া অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যান ক্রিজে টিকে থাকতে পারেননি। নিয়মিত উইকেট হারাতে থাকে ভারত। মাঠে ব্যাটিংয়ে যখন এই ছত্রখান অবস্থা তখন ড্রেসিংরুমেও দেখা গেল ভুল বোঝাবুঝি। শিখর আউট হওয়ার পর চার নম্বরে ব্যাটিং করতে ঋষভ পন্থ ও শ্রেয়স আয়ার-দুজনেই মাঠের দিকে হাঁটা দেন। ফলে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। যদিও ম্যাচের পর অধিনায়ক বিরাট কোহলি এ ধরনের ভুল বোঝাবুঝি কেন হয়েছিল, তা জানালেন। কোহলি বলেছেন, দলের পক্ষ থেকে যে কৌশল নেওয়া হয়েছিল, তা অনুসারে শ্রেয়সেরই ওই সময় ব্যাট করতে নামার কথা ছিল। ঠিক হয়েছিল যে, যদি প্রথম ১০ ওভারের মধ্যে আমরা উইকেট হারাই তাহলে চার নম্বরে পন্থের জায়গায় শ্রেয়স নামবে। ধবনের উইকেট অষ্টম ওভারের দ্বিতীয় বলে পড়ে। এর অর্থ শ্রেয়সের যাওযার কথা। সম্ভবত ওই পরিস্থিতিতে কে ব্যাট করতে যাবে, তা দুই ব্যাটসম্যানের কেউই বুঝতে পারেনি। সেজন্যই দুজন একসঙ্গে মাঠে আসতে থাকে। উল্লেখ্য, গতকালের ম্যাচেও ব্যর্থ পন্থ। তিনি করেন ১৯ রান। শ্রেয়স ৫ রান করে আউট হন।