ম্যাঞ্চেস্টার: বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলের সঙ্গে সাতের দশকের অপরাজেয় ওয়েস্ট ইন্ডিজের তুলনা করলেন ভারতের প্রাক্তন ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের জয়ের পর তিনি বলেছেন, ‘ভারতীয় দলকে দেখে সাতের দশকের ওয়েস্ট ইন্ডিজের মতো মনে হচ্ছে। সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামার আগে বিপক্ষ দলগুলি মানসিকভাবে পিছিয়ে থাকত। এখন অন্য দলগুলি ভারতকে ভয় পাচ্ছে। এর ফলে খেলা শুরু হওয়ার আগেই তারা পিছিয়ে পড়ছে।’


গতকালের ম্যাচ প্রসঙ্গে শ্রীকান্ত বলেছেন, ‘রোহিত শর্মা কত ভাল ব্যাটসম্যান, সেটা সবাই জানে। তবে আমার মতে, পাকিস্তানের বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ ইনিংস খেলে কে এল রাহুল। ভারতীয় দল শিখর ধবনের অনুপস্থিতিতে কেমন খেলবে, সেটা নিয়ে প্রশ্ন ছিল। টপ অর্ডারের তিনজনই বড় রান করেছে। প্রথম উইকেটে শর্মা ও রাহুল একশোর বেশি রান তোলে। বিরাট কোহলিও রান পায়। এই প্রতিযোগিতায় এটা ভারতকে এগিয়ে যেতে সাহায্য করবে।’

কুলদীপ যাদব সহ ভারতের বোলারদেরও প্রশংসা করেছেন শ্রীকান্ত। তাঁর মতে, টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে ভুল করেছে পাকিস্তান।