পুণে: ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে রাখা হয়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। প্রথম টি-২০ বিশ্বকাপজয়ী অধিনায়ক বাদ পড়ায় ক্রিকেটপ্রেমীরা হতবাক। তবে ‘ক্যাপ্টেন কুল’ বরাবরের মতোই এক্ষেত্রেও শান্ত। তিনি নির্বাচকদের সিদ্ধান্ত মেনে নিয়েছেন।


প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, ‘আমি ধোনির সঙ্গে কথা বলেছি। ওর আচরণ অত্যন্ত বিনীত ছিল। আমরা যে দ্বিতীয় উইকেটকিপার খুঁজছি, সেই বিষয়টি ওকে ব্যাখ্যা করি। ও আমাদের এই ভাবনাকে সমর্থন করেছে।’

প্রসাদ বুঝিয়ে দিয়েছেন, ভারতের টি-২০ দলে ভবিষ্যতে আর ধোনিকে সুযোগ দেওয়ার কথা ভাবছেন না তাঁরা। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেছেন, ‘২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ। সেখানে ধোনি খেলবে না। সেই কারণে আমরা দ্বিতীয় উইকেটকিপারের খোঁজ করছি। ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকের মধ্যে একজনকে বেছে নেওয়া হবে। তাই ওদের কিপিং ও ব্যাটিং করার সুযোগ দেওয়া হবে।’