একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতেরই তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাউদাম্পটনে মেঘলা আবহাওয়ায় বাউন্সি ট্রাকে তাঁর কেরিয়ারের ২৩ তম শতরান করেছেন রোহিত। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, আমি মনে করি যে, এটাই ওর এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে সেরা ইনিংস। কারণ, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলার যে চাপ থাকে, তার পরিপ্রেক্ষিতে এটা আমার মত। আমি জানি, এই পরিস্থিতিতে কোনও ব্যাটসম্যান ক্রিজে নামার পর এভাবে কয়েকটা বল বাউন্স করলে নিজেকে সংহত করে এত শান্তভাবে খেলাটা একেবারেই সহজ নয়।
রোহিত আক্রমণাত্মক ব্যাটসম্যান। কিন্তু সেই স্বভাব ঝেড়ে ফেলে রোহিত যেভাবে সংযম দেখিয়ে ধৈর্যশীল ইনিংস খেলেছেন, সেটাই কোহলির মতে ওই ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়। তিনি বলেছেন, অনেক সময় ব্যাটসম্যানই চাপ কাটাতে আক্রমণাত্মক মেজাজে খেলে। কিন্তু, রোহিত খুবই সংযমী ছিল। ও প্রচুর ম্যাচ খেলেছে। তাই ওর কাছ থেকে এধরনের পরিণত মানসিকতা ও দায়িত্ববোধ আমরা প্রত্যাশা করি।আমার মতে ওকে যতগুলি দুরন্ত ইনিংস আমি খেলতে দেখেছি, আমার মতে, সেগুলির মধ্যে এটা ওপরের দিকেই থাকবে। ও দারুণভাবে ইনিংসটা গড়েছে, কোনও সময়েই উইকেট ছুঁড়ে দেওয়ার মানসিকতা ওর মধ্যে ছিল না।
তাঁর ১৪৪ বলের ইনিংসে রোহিত ১৩ বাউন্ডারি ও দুটি ওভারবাউন্ডারি মেরেছেন। মূলত তাঁর ইনিংসে ভর করে ভারত ৪৭.৩ ওভারে ২২৮ রানের জয়ের লক্ষ্যে পৌঁছয় এবং ছয় উইকেটে জয়ী হয়।
রোহিত ইনিংসের গতি যেভাবে বেঁধেছিল এবং অ্যাঙ্করের ভূমিকা নিয়ে অন্যদের আক্রমণে যাওয়ার সুযোগ করে দিয়েছিল, কোহলির মতে সেটাই ছিল রোহিতের ইনিংসের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়।
অধিনায়ক বলেছেন, ওই ধরনের পরিস্থিতি ও উইকেট এবং যেখানে প্রতিপক্ষ যে কোনও সময় উইকেট তুলে নিতে পারে, তার পরিপ্রেক্ষিতে রোহিত শর্মা একেবারে সঠিক ইনিংস খেলেছে। তাই আমার মতে, এটাই এখনও পর্যন্ত রোহিতের সেরা ইনিংস।