নয়াদিল্লি: প্রাথমিক বিদ্যালয়ের একটি পাঠ্যপুস্তক নিয়ে প্রশ্ন তুললেন ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগ। ট্যুইট করে ওই পাঠ্যপুস্তকের কিছু বিষয়বস্তু নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করলেন নজফগড়ের নবাব।
আসলে প্রাথমিক বিদ্যালয়ের একটি ইংরেজি পাঠ্যপুস্তকের একটি পাতায় লেখা রয়েছে যে, ‘বড় পরিবার কখনও সুখী হতে পারে না। একটি বড় পরিবারে বাবা-মার সঙ্গে দাদু-ঠাকুমা এবং অনেকগুলি বাচ্চা থাকে’।
পাঠ্যবইয়ের এই অংশ নিয়ে আপত্তি তুলেছেন সহবাগ। তিনি লিখেছেন, ‘ওই স্কুলের পাঠ্যপুস্তকটিতে অনের আজেবাজে জিনিস লেখা রয়েছে। এর থেকেই স্পষ্ট, পাঠ্যবইয়ের সঙ্গে যুক্ত কর্তৃপক্ষ তাদের কাছে কী ধরনের গাফিলতি করেছে। কাজের কাজে হোমওয়ার্ক টুকুও করা হয়নি’।
ক্রিকেট থেকে অবসরের পর সহবাদ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে প্রায়ই বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন। তাঁর অনেক ট্যুইটই বেশ জনপ্রিয় হয়েছে।