গ্রস আইলেট: তৃতীয় টেস্টের প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন ও ঋদ্ধিমান সাহার অপরাজিত পার্টনারশিপের প্রশংসায় ভারতের তরুণ ওপেনার লোকেশ রাহুল। তাঁর মতে, এই পার্টনারশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে। এটাই ম্যাচের ফলও গড়ে দিতে পারে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া টেস্টের প্রথম দিন মাত্র ১২৬ রানে ভারতের পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন অশ্বিন ও ঋদ্ধিমান। তাঁরা ভারতকে দিনের শেষে ভদ্রস্থ জায়গায় নিয়ে যান। দিনের শেষে ভারতের রান ৫ উইকেটে ২৩৪। অশ্বিন অপরাজিত ৭৫ রানে এবং ঋদ্ধিমান ব্যাট করছেন ৪৬ রানে।
অশ্বিন টেস্টে তিনটি শতরান করলেও, তিনি স্বীকৃত ব্যাটসম্যান নন। ঋদ্ধিমানও এখনও পর্যন্ত টেস্টে সেভাবে বড় রানের ইনিংস খেলতে পারেননি। কিন্তু বিপদের মুখে তাঁরাই দলকে ভরসা দিয়েছেন। তৃতীয় সেশনের গোটাটাই তাঁরা সামলে দিয়েছেন। অশ্বিন ও ঋদ্ধিমানের চওড়া ব্যাটে ভর করেই লড়াই করার মতো জায়গায় পৌঁছে গিয়েছে ভারত।
সেই কারণেই এই পার্টনারশিপের প্রশংসা করেছেন রাহুল। তিনি বলেছেন, ‘আমরা ১৮০ থেকে ২০০ রানের মধ্যে অলআউট হয়ে যেতে পারতাম। কিন্তু ব্যাটসম্যানরা সংযম দেখিয়েছে। অশ্বিন ও ঋদ্ধিমানের পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ। ওরা যে ১০৮ রান যোগ করেছে সেটা এই টেস্টে আমাদের সাহায্য করবে।’
বিসিসিআই-এর ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন, ড্যারেন স্যামি স্টেডিয়ামে প্রথম দিন পিচ ও আউটফিল্ড ভেজা ছিল। ব্যাট করা সহজ ছিল না। সেখানে দিনের শেষে ২৩৫ রান খারাপ নয়। অন্য কোনও মাঠ হলে ২৬০-২৭০ রান হতে পারত। আমাদের লক্ষ্যে এখান থেকে বড় রান তোলা। তারপর ভাল বল করে ওয়েস্ট ইন্ডিজকে পাল্টা চাপে ফেলতে হবে।
নিজের ব্যাটিং নিয়ে রাহুল বলেছেন, নতুন বলের সামনে ব্যাটিং করা কঠিন ছিল। শুরুতেই দুটি উইকেট পড়ে যাওয়ার পর তিনি পাল্টা আক্রমণের পথ বেছে নেন। সেই পরিকল্পনা সফল হয়েছে। তিনি অর্ধশতরান করতে পেরেছেন। তবে যেভাবে আউট হয়েছেন তাতে হতাশ এই ওপেনার। তবে তিনি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কৃতিত্ব দিয়েছেন। তাঁর মতে, ভারতের বোলাররা বিপক্ষের কাছ থেকে শিক্ষা নিতে পারেন।
অশ্বিন-ঋদ্ধিমানের এই পার্টনারশিপ ম্যাচের ফল নির্ধারণ করতে পারে: রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 11:53 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -