খুদে মেসি ভক্ত মুরতাজা আফগানিস্তান ছেড়ে পাকিস্তান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 May 2016 11:28 AM (IST)
কাবুল: লাগাতার হুমকির জেরে আর্জেনটিনার তারকা ফুটবলার লিওনেল মেসির খুদে ভক্তকে আফগানিস্তান ছেড়ে পাকিস্তানে চলে যেতে হল। বছর পাঁচের মুরতাজা আহমেদ মেসির সবচেয়ে বড় এবং সবচেয়ে খুদে ভক্ত। আর এটাই তার দোষ। তার মেসির সই করা জার্সি পরা ছবি, সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া মাত্রই টেলিফোনে একের পর এক হুমকি আসতে শুরু করে। একটি সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন ছোট্ট মুরতাজার বাবা। তিনি জানান, তাদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সবসময়ই আতঙ্কে রয়েছেন তার ছোট্ট মুরতাজাকে অপহরণ না করা হয়।