লখনউ: ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ভয়াবহ দুর্ঘটনা। যার জেরে হাসপাতালে ভর্তি হতে হল তিনজনকে। রাতের দিকের খবর, দুর্ঘটনায় নিহত ২। গুরুতর আহত গাড়ির চালক।


ঘটনাটি লখনউয়ের। একানা ক্রিকেট স্টেডিয়ামের (Ekana Cricket Stadium) বাইরে। ভারত রত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে সংলগ্ন রাস্তায়। সোমবার ঝোড়ো হাওয়ায় একটি বিরাট হোর্ডিং ভেঙে পড়ে। ঘটনাচক্রে ঠিক সেই সময়ই সেখান দিয়ে যাচ্ছিল একটি স্করপিও। হোর্ডিংটি এসে পড়ে সেই গাড়ির ওপর। গাড়িতে সওয়ার তিনজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 






জানা গিয়েছে, আহতদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। জানা গিয়েছে, দুই মহিলা সম্পর্কে মা ও মেয়ে। তাঁরা মারা গিয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন পুরুষ চালক। তিনি গুরুতর আহত। লখনউ পুলিশ জানিয়েছে, ঝোড়ো হাওয়ায় স্টেডিয়াম সংলগ্ন ওই হোর্ডিংটি ভেঙে পড়ে। 


 






আইপিএলের সময় একাধিক ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছিল একানা ক্রিকেট স্টেডিয়াম। লখনউয়ের নিজস্ব আইপিএল দল লখনউ সুপার জায়ান্টসের হোম ভেন্যু ছিল একানা স্টেডিয়াম। 


 







আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?