বার্মিংহ্যাম: বার্মিংহ্যামে বসেছিল এবারের আইসিসির সভা। সেখানেই ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত মহিলাদের জন্য চারটি আইসিসি ইভেন্টের আয়োজক দেশগুলির নাম ঘোষণা করা হল। চার বছরে তিনটি আইসিসি ইভেন্ট আয়োজিত হতে চলেছে ভারতীয় উপমহাদেশে।


২০২৪ সালে প্রথমবার বাংলাদেশে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC Women's T20 World Cup) আসর বসবে। ১০ দলের এই টুর্নামেন্ট আয়োজিত হবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এর পরের বছরই ভারতে বসবে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপের (ICC Women's Cricket World Cup) আসর। অর্থাৎ ২০২৩ সালে পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের দুই বছর পরেই এদেশে আয়োজিত হবে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। আট দলের এই টুর্নামেন্টে মোট ৩১টি ম্যাচ খেলা হবে এবং এটি ২০২৫ সালের সেপ্টেম্বর-অক্টোবরে আয়োজিত।


এর পরের বছর আবার বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ইংল্যান্ড এর আগে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপের আয়োজন করলেও, প্রথমবার ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। ২০২৪ সালের তুলনায় এই বিশ্বকাপে দলসংখ্যাও ১০ থেকে বেড়ে ১২ হওয়ার কথা। জুন মাসে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। এর ঠিক সাত মাস পরে শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি মাসে বসবে মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির (Women's ICC Champions Trophy) আসর।


তবে ছয় দলের এই টুর্নামেন্টে কোয়ালিফাই করতে পারলে তবেই শ্রীলঙ্কা এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পাবে। মহিলাদের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিটি আয়োজিত হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এই সকল টুর্নামেন্টের আয়োজক দেশগুলির নাম এক প্রতিযোগিতামূলক বিডিংয়ের মাধ্যমে নির্ধারণ করা হয়। এই পুরো প্রক্রিয়াটি যাতে নিরপেক্ষভাবে হয়, তার দায়িত্ব ছিল এক কমিটির উপর।


তিন সদস্যের সেই কমিটিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ও ছিলেন। মহিলাদের একগুচ্ছ টুর্নামেন্টের আয়োজক দেশ ঘোষণার পাশাপাশি ২০২৩ ও ২০২৫, উভয় সার্কেলেরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল লর্ডসে খেলা হবে ঘোষণা করা হয়। এছাড়া  ড্যানিয়েল ভেট্টোরি ও ভিভিএস লক্ষ্মণকে বর্তমান খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে আইসিসির পুরুষদের ক্রিকেট কমিটিতে সামিল করা হয়। আর অতীতের খেলোয়াড়দের প্রতিনিধি হিসাবে মাহেলা জয়বর্ধনের পর রজার হার্পারকেও এই কমিটিতে যুক্ত করা হয়েছে।


আরও পড়ুন: লক্ষ্য ট্রফি জয়, বাংলার কোচ হিসাবে নতুন ইনিংস শুরু লক্ষ্মীর