লন্ডন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। তাঁকে নিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে উন্মাদনার পারদ তুঙ্গে। মাঠে ম্যান ইউ জার্সিতে সিআরসেভেনের ফিরতি ম্যাচ দেখা নিয়ে টিকিটের হাহাকার। শুধু রোনাল্ডোকে দেখার তাগিদে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচের টিকিট বিক্রি হয়েছে আড়াই হাজার পাউন্ডে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩ লক্ষ টাকা!
লিওনেল মেসি প্য়ারিস সাঁ জারমাঁতে যোগদান করার পরেই ক্লাবের জার্সি বিক্রি বেড়ে গিয়েছিল। আর রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার পরেই তাঁর সম্ভাব্য ফিরতি ম্যাচের টিকিট বিক্রি বেড়েছে শুধু নয়, ভারতীয় মুদ্রায় নাকি এক একটি টিকিট বিক্রি হচ্ছে তিন লক্ষ টাকায়!
মেসির পিএসজি-তে যোগ দেওয়ার খবর আসার পরেই ফরাসি ক্লাব রেঁসের ২০ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছিল। ফরাসি লিগে মেসির অভিষেক ম্যাচটা ছিল তাদের বিপক্ষেই। রোনাল্ডোর মাঠে নামার সম্ভাবনা রয়েছে এমন ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট এরই মধ্যে বিশাল অর্থের বিনিময়ে বিক্রি হচ্ছে। ইংল্যান্ডের নামী পত্রিকা 'দ্য টাইমস'-এর খবর, এক একটা টিকিট বিক্রি হচ্ছে আড়াই হাজার পাউন্ডে।
পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর ফর্মও তাঁকে নিয়ে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। বুধবার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন রোনাল্ডো। ইরানের আলি দাইয়ির রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। ১১১টি গোল করে তিনিই এখন আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
১১ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলা রয়েছে ইউনাইটেডের। এই ম্যাচেই সম্ভবত ম্যান ইউতে প্রত্যাবর্তন হতে চলেছে রোনাল্ডোর। ফলে এই ম্যাচ নিয়ে আগ্রহের পারদ তুঙ্গে। সেই ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে।
সদ্য ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সই করা জার্সি চাইলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি রোনাল্ডোর নাম ও জার্সি নম্বর সহ ৮০টি জার্সি চেয়েছেন বলে জানা গিয়েছে। বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে, প্রথম জার্সিটিতে যেন রোনাল্ডোর সই থাকে।
গত সপ্তাহে জানা যায়, ইতালি থেকে ইংল্যান্ডে ফিরছেন ‘সিআর ৭’। তাঁকে ফের পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে। রোনাল্ডোর ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার খবরে ম্যান ইউ সমর্থকরা উচ্ছ্বসিত। রানি দ্বিতীয় এলিজাবেথও যে রোনাল্ডোর ভক্ত, সেটা এতদিন জানা যায়নি। এবার জানা গেল, রোনাল্ডোর সই করা জার্সি চেয়েছেন তিনি। একটি ক্রীড়া বিষয়ক প্ল্যাটফর্মের পক্ষ থেকে ট্যুইট করে এই খবর জানানো হয়। পরে অবশ্য ট্যুইটটি মুছে দেওয়া হয়েছে। ফলে এই ঘটনার সত্যতা নিয়ে সংশয় তৈরি হয়েছে।