দুবাই: এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ টাই হওয়ায় উচ্ছ্বসিত আফগানিস্তান শিবির। এই টাইকে জয়ের সমান হিসেবেই ধরছেন আফগানিস্তানের অধিনায়ক আসগর আফগান। তিনি বলেছেন, ‘ভারতের মতো দলের বিরুদ্ধে ম্যাচ টাই হলে সেটা জয়ের মতোই। শেষ দু’টি ম্যাচে ভারতীয় দল সহজেই রান তাড়া করে জিতেছিল। তবে আমরা ওদের কাজটা কঠিন করে দিই। এরকম কঠিন ম্যাচ দর্শকদের জন্যও ভাল।’


এই প্রতিযোগিতার সূচি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসগর বলেছেন, ‘আমি নিশ্চিত ছিল আমরা ফাইনালে খেলব। আমি জানতাম, দুবাইয়ের পরিবেশ আমাদের পক্ষে উপযোগী। কারণ, এখানে আমরা অনেক ম্যাচ খেলেছি। কিন্তু আমাদের ভাগ্য খারাপ ছিল। আমাদের সব ম্যাচই দেওয়া হয় আবু ধাবিতে। সেটা না হলে আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা ফাইনালে খেলতাম। আমাদের সঙ্গে অবিচার হয়েছে।’

এই ম্যাচে দুর্দান্ত শতরান করা মহম্মদ শাহজাদের প্রশংসা করে আসগর বলেছেন, ‘শাহদাজ খুব ইতিবাচক ব্যাটিং করেছে। ও গত ম্যাচেও ভাল খেলেছিল। তবে এই ম্যাচে ওর আসল খেলা দেখা গিয়েছে। দলের প্রয়োজনে ও সবসময় ভাল খেলে। আমাদের ব্যাটিংয়ে অনেক উন্নতি হয়েছে। আগে এটাই আমাদের দুর্বল দিক ছিল। আমরা ব্যাটিংয়ের উন্নতির জন্য চেষ্টা করছি। এশিয়া কাপে আমাদের ব্যাটিং ভালই হয়েছে। তবে এশিয়া ও ইউরোপের পরিবেশ আলাদা। তাই বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার আগে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে।’