লস অ্যাঞ্জেলস: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর এখন সুস্থ টাইগার উডস। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি ফিরলেন। দুঃসময়ে পাশে থাকার জন্য ট্যুইট করে শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানালেন তিনি। টাইগারের ট্যুইট, “বাড়ি ফিরে পরিবাররে সঙ্গে সময় কাটাতে পেরে খুব ভাল লাগছে। গোটা দুনিয়া এই কঠিন সময় আমার পাশে ছিল। তাই সকলকে অজস্র ধন্যবাদ। ঘরে ফিরেই শরীরচর্চা শুরু করে দিয়েছি। আশা করি আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছুটা সুস্থ হয়ে উঠব।”


গত ২৩ ফেব্রুয়ারি একটি পথ দুর্ঘটনায় জখম হয়েছিলেন গলফের কিংবদন্তি। তাঁর দুটো পা গুরুতরভাবে জখম হয়েছিল। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ দুর্ঘটনার সেই খবর জানিয়েছিলেন।


টাইগার উডসের পায়ে অস্ত্রোপচার হয়েছে। গাড়ি দুর্ঘটনায় সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর দুটি পা। আপাতত তিনি ভালো আছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। তবে ৪৫ বছরের গল্ফারকে কোর্সে ফের স্বমহিমায় দেখা যাবে কি না, তা নিয়ে অনেকে সন্দিহান।


দুর্ঘটনার পর ১৫ বারের মেজর চ্যাম্পিয়নকে লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর ডান পায়ে একাধিক জায়গায় চোট ছিল। সেই জন্য তাঁর অস্ত্রোপচার হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক অনীশ মহাজনের তত্ত্বাবধানে চিকিৎসা হয় টাইগারের।



মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসে তাঁর গাড়ি প্রায় উড়ে গিয়ে বেশ খানিকটা দূরে ছিটকে যায় এবং রাস্তার ধারের রেলিং ভেঙে নীচে পড়ে যায়। কিংবদন্তি গল্ফারের শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাঁর দুই পা। যদিও এই কিংবদন্তি গল্ফারের পরিবারের তরফ থেকে জানানো হয়, টাইগার সুস্থ আছেন।


দুর্ঘটনার সময় উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে যায়। ঠিক কী কারণে গাড়ীটি উল্টে যায়, তা জানতে পুলিস তদন্ত করছে।