নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দলে না থাকলেও, নেট বোলার হিসেবে রেখে দেওয়া হচ্ছে তরুণ পেসার নবদীপ সাইনিকে। বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন, ‘টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে টেস্ট সিরিজের জন্য নবদীপ সাইনিকে থেকে যেতে বলা হয়েছে। তাঁকে নেট বোলার হিসেবে ব্যবহার করা হবে। ভবিষ্যতে টেস্টের জন্য তাঁকে তৈরি করাই দলের লক্ষ্য।’
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয় নবদীপের। প্রথম ম্যাচেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। এরপরেই তাঁকে দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। এর আগে বিশ্বকাপ চলাকালীন ভুবনেশ্বর কুমারের সম্ভাব্য পরিবর্ত হিসেবে রাখা হয়েছিল নবদীপকে। ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিরুদ্ধে চলতি প্রস্তুতি ম্যাচে প্রথম ইনিংসে ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরাহ ও উমেশ যাদবকে বিশ্রাম দিতে ৬ ওভার বলও করেন নবদীপ। এই সম্ভাবনাময় পেসারকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আরও ভালভাবে তৈরি করাই ভারতীয় দলের লক্ষ্য।
ভবিষ্যতের জন্য তৈরি করাই লক্ষ্য, টেস্ট সিরিজে নেট বোলার হিসেবে দলে রাখা হচ্ছে নবদীপ সাইনিকে
Web Desk, ABP Ananda
Updated at:
19 Aug 2019 01:23 PM (IST)
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০-তে অভিষেক হয় নবদীপের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -