টোকিও : আজ টোকিও অলিম্পিক্সে ভাল শুরু ভারতের। তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন দীপিকা কুমারী। এবার ফের খুশির খবর। অলিম্পিক্সে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা বোর্গোহাইন। চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বীকে হারালেন ৪-১ ফলে।


লভলিনা বোর্গোহাইন চিনা তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী নিয়েন চিন চেনকে ৬৯-৭৫ কেজি ক্যাটেগরিতে ৪-১ ব্যবধানে হারান। এর সাথে সাথে অলিম্পিক্সে ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেন তিনি। উঠে যান সেমিফাইনালে। সঙ্গে সঙ্গে গড়ে ফেলেন ইতিহাস। অসমের প্রথম মহিলা বক্সার হিসেবে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করেই পদক নিশ্চিত করলেন। 


খুব অল্পের জন্য প্রথম রাউন্ডে এগিয়ে যান অসমের লভলিন। ফল হয় ৩-২। এর জেরে চাপে পড়ে যান তাইপেইয়ের প্রতিদ্বন্দ্বী। ভাল ফুটওয়ার্কের জেরে দ্বিতীয় রাউন্ডে প্রতিরোধ করেন নিয়েন চিনের পাঞ্চ। তৃতীয় রাউন্ডেও ধারাবহিকতা ধরে রাখেন লভলিন। উল্লেখ্য, বিজেন্দ্র সিংহ, মেরি কমের পর অলিম্পিক্স পদক লভলিনার।


আজই টোকিও অলিম্পিক্সে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে উঠেছেন দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা।


খেলার শুরুটা ভালই করেন দুই তিরন্দাজ। কিন্তু, প্রথম থেকেই নিখুঁতভাবে দ্বিতীয় তীর ছুঁড়তে শুরু করেন দীপিকা। চাপে পড়ে যান পেরোভা। পরের সেটে ফের প্রত্যাবর্তন করেন পেরোভা। তৃতীয় সেটে লিড নেন দীপিকা। চতুর্থ সেটে টাই হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অবশ্য ফের ঘুরে দাঁড়ান রাশিয়ান। শেষ সেটে ১০-৭ ব্যবধানে এগিয়ে শেষ হাসি হাসেন দীপিকা। এই জয়ের পর পরের ম্যাচে দীপিকার প্রতিপক্ষ হতে পারেন দক্ষিণ কোরিয়ার সান আন অথবা জাপানের রেন হায়াকাওয়া। 


এর পর লভলিনের হাত ধরে এল খুশির খবর। লভলিনের জয়ের পর ট্যুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর । তিনি লেখেন, সেমিফাইনালে পৌঁছেছেন লভলিনা। সাবাস লভলিনা বোর্গোহাইন ! ভারতের পক্ষে দারুণ খবর। তোমাকে টিভিতে দেখে আনন্দিত হয়ে উঠলাম।