টোকিও: হকিতে জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় পুরুষ দলের। জাপানের বিরুদ্ধে ৫-৩ গোলে জয় পেল ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশাল ব্যবধানে হার এসেছিল। কিন্তু এরপরও স্পেন, আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত জয় এসেছিল। জাপানের বিরুদ্ধে নামার আগেও ফেভারিট হিসেবেই নেমেছিল ভারতীয় দল। এদিন খেলাতেও তার প্রভাব পড়ল। 


ম্যাচের প্রথম কোয়ার্টারে ১-০ গোলে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত সিংহ। দ্বিতীয় কোয়ার্টারে গুরজন্ত সিংহ আরও এগিয়ে দেন ভারতকে। ১৭ মিনিটের মাথায় গোল করেছিলেন তিনি। এর ২ মিনিটের মাথায় যদিও জাপান একটি গোল শোধ করে। হাফটাইমে ২-১ গোলেই এগিয়ে ছিল ভারত। এরপর তৃতীয় কোয়ার্টারে জাপান ফের একবার গোল করে ম্যাচে সমতা ফেরায়। 


কিন্তু এরপর থেকে আর মাত্র ১টি গোল করতে পেরেছে জাপান। উলটে গোল হজম করতে হয়েছে আরও তিনটি। ভারতের হয়ে গোলগুলো করেন সামশের সিংহ, নীলকান্ত শর্মা ও নিজের দ্বিতীয় গোল করেন গুরজন্ত সিংহ। 


টোকিও অলিম্পিক্সে পুরুষদের হকিতে এর আগে পুল এ তে আর্জেন্তিনার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছিল ভারত। ৩-১ গোলে জয় পেয়েছিল ভারতীয় দল। ভারতের হয়ে গোলগুলো করেছিলেন বরুণ কুমার, বিবেক সাগর প্রসাদ ও হরমনপ্রীত সিং। গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছিল দুর্দান্ত ভাবে ভারত। স্পেনের বিরুদ্ধে ৩-০ গোলে জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল। জোড়া গোল করেছিলেন রুপিন্দর পাল সিং। একটি গোল করেন সিমরনজিৎ সিং। 


এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৭-১ গোলে লজ্জার হার হারতে হয়েছিল ভারতকে। যদিও প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারত। প্রথম ম্যাচের পর এমন একটা ফল এসেছিল অজিদের বিরুদ্ধে যাতে হতাশ হয়েছিলেন ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ৭-১ ব্যবধানে অজিরা একপেশে লড়াইয়ে হারিয়ে দিয়েছিল ভারতীয় হকি দলকে।  গোটা ম্যাচেই একাধিপত্য বজায় রেখেছিল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল ভারতীয় হকি দল। তবে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে লড়াই বেশ কঠিন হবে, তা আগে থেকেই আন্দাজ করা গিয়েছিল। কিন্তু এভাবে আত্মসমর্পণ করবে মনপ্রীত বাহিনী, তা বোধহয় কেউই ভাবতে পারেনি। এই মুহূর্তে হকিতে বিশ্বের ১ নম্বর অস্ট্রেলিয়া। আর গোটা ম্যাচেই তাঁরা সেরার মতোই খেলেছিল। যদিও গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে এখনও পদকের আশা জিইয়ে রাখল ভারতীয় হকি দল।