টোকিও: করোনার বাড়বাড়ন্ত বেড়েই চলেছে। টোকিও অলিম্পিক্স শুরুর আগের দিন করোনা আতঙ্কে এবার অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন ভারতীয় অ্যাথলিটরা। মাত্র ২৮ জন অ্যাথলিট মোট মার্চ পাস্টের অনুষ্ঠানে হাঁটবেন। যে কোনও দেশের যা সবচেয়ে কম সংখ্যক প্রতিনিধি। ভারতের হয়ে জাতীয় পতাকা ধরতে দেখা যাবে হকিতে ভারতীয় দলের অধিনায়ক মনপ্রীত সিংহকে। যদিও আর কেউ হকি দল থেকে থাকবেন না এই মার্চ পাস্টে। শ্যুটিং, ব্যাডমিন্টন, আর্চারি ও হকি দলের খেলা রয়েছে পরের দিনই। তাই এই দলের কোনও অ্যাথলিটকেই দেখতে পাওয়া যাবে না অনুষ্ঠানে। মার্চ পাস্টের তালিকায় ২১ নম্বরে রয়েছে ভারতীয় দল।


২৪ জুলাই আর্চারি, জুডো, শ্যুটিং, ব্যাডমিন্টন, ওয়েটলিফটিং, টেনিস ও হকিতে পুরুষ ও মহিলা দলের খেলা রয়েছে অলিম্পিক্সে।  তাই তাঁদের অনুশীলন রয়েছে। সেই জন্যই এই উদ্বোধনী অনুষ্ঠানে এই সব দলের কেউ থাকবেন না। এই বিষয় বিবৃতি দিয়েছেন, ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি নরেন্দ্র বাত্রা। এর আগেই আইওএর সাধারণ সম্পাদক রাজীব মেহতা বলেছিলেন যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের ৫০ জনের কম অ্যাথলিটই হয়ত অংশ নিতে পারবেন। কিন্তু এবার সেই সংখ্যাটা অনেকটাই কমে ২৮-এ এসে দাঁড়াল। এমনকী এই মার্চ পাস্টে প্রত্যেক দেশ থেকে মাত্র ৬ জন অফিশিয়ালই অংশ নিতে পারবেন। মেহতা বলেছিলেন, ‘আমরা কখনওই চাই না যে অ্যাথলিটরা কেউ বিপদের সম্মুখিন হোক। এমনকী করোনায় আক্রান্ত হোক। তার জন্যই আমরা খুব সীমিত সংখ্যক অ্যাথলিটকেই মার্চ পাস্টের জন্য বাছাই করেছি।’


মার্চ পাস্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখা যাবে হকি থেকে একজনকে, বক্সিংয়ে ৮জন, টেবিল টেনিসে ৪জন, রোয়িংয়ে ২জন, জিমন্যাস্টে ১জন, সাঁতারে ১জন, সেইলিংয়ে ১জন, ফেন্সিংয়ে ১জন ও ৬ অফিশিয়ালকে।  মহিলাদের মধ্যে জাতীয় পতাকা হাতে নিয়ে মার্চ পাস্টে হাঁটতে দেখা যাবে মেরি কমকে। কোচেদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের টোকিও অলিম্পিক্সে মোট ১২৫ জন ভারতীয় অ্যাথলিট অংশ নেবেন।