টোকিও : টোকিও অলিম্পিক্সে তিরন্দাজির ব্যক্তিগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে দীপিকা কুমারী। রাশিয়ার সেনিয়া পেরোভাকে পরাস্ত করেন তিনি। ১/৮ এলিমিনেশন রাউন্ডে ৬-৫ ব্যবধানে সেনিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নেন বিশ্বের এক নম্বর তিরন্দাজ দীপিকা।


খেলার শুরুটা ভালই করেন দুই তিরন্দাজ। কিন্তু, প্রথম থেকেই নিখুঁতভাবে দ্বিতীয় তীর ছুঁড়তে শুরু করেন দীপিকা। চাপে পড়ে যান পেরোভা। পরের সেটে ফের প্রত্যাবর্তন করেন পেরোভা। তৃতীয় সেটে লিড নেন দীপিকা। চতুর্থ সেটে টাই হয়। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে অবশ্য ফের ঘুরে দাঁড়ান রাশিয়ান। শেষ সেটে ১০-৭ ব্যবধানে এগিয়ে শেষ হাসি হাসেন দীপিকা। এই জয়ের পর পরের ম্যাচে দীপিকার প্রতিপক্ষ হতে পারেন দক্ষিণ কোরিয়ার সান আন অথবা জাপানের রেন হায়াকাওয়া। 


তিরন্দাজিতে অনবদ্য ছন্দে রয়েছেন দীপিকা। এর আগে বুধবার পরপর দুই ম্যাচ জিতে মহিলাদের ব্যক্তিগত বিভাগের শেষ ষোলোয় (১/৮ এলিমিনেশন রাউন্ড) পৌঁছান তিনি।


বুধবার ভরতীয় সময় দুপুর দুটো নাগাদ প্রথম ম্যাচ খেলেন দীপিকা। মহিলাদের ব্যক্তিগত বিভাগে ১/৩২ এলিমিনেশন রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিল ভুটানের কর্মা। তাঁকে ৬-০ হারিয়ে ১/১৬ রাউন্ডে ওঠেন দীপিকা। সেখানে তাঁর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জেনিফার মুসিনো ফার্নান্ডেজ। প্রথম সেট হেরে গিয়েছিলেন দীপিকা। পরের সেটে অবশ্য তিনি ঘুরে দাঁড়ান। সেট জিতে নেন। তৃতীয় সেটও জিতে নেন দীপিকা। তবে চতুর্থ সেট জিতে ৪-৪ করে দেন জেনিফার। তবে স্নায়ুর চাপ সামলে পঞ্চম সেট জিতে ৬-৪ ম্যাচ জিতে নেন দীপিকাই।


এর পর আজ ফের রুদ্ধশ্বাস লড়াই। তাতে সাফল্য ধরে রাখলেন দীপিকা।