টোকিও: প্যারালিম্পিক্সে ভারতের রবিবার দিনটা বর্ণময় কেটেছে। টেবিল টেনিসে ভবানিবেন পটেল, হাইজাম্পে নিশাদ কুমারের পর একই দিনে ভারতের তৃতীয় পদক এনেছেন ডিসকাস থ্রোয়ার বিনোদ কুমার।


সোমবারও ভারতের এক ঝাঁক অ্যাথলিটের ভাগ্যপরীক্ষা। জ্যাভলিন থ্রো থেকে শুরু করে ডিসকাস, শ্যুটিং, নামছেন ভারতের একাধিক অ্যাথলিট। কার, কখন খেলা, দেখে নেওয়া যাক।



  • সকাল ৬.০৫ - অ্যাথলেটিক্স - পুরুষদের ডিসকাস থ্রো এফ ৫৬ - ফাইনালে ভারতের ওয়াই কাঠুনিয়া

  • সকাল ৭.৩৩ - অ্যাথলেটিক্স - পুরুষদের জ্যাভলিন থ্রো এফ ৪৬ - ফাইনালে ভারতের এস এস গুর্জর

  • ভোর ৫টা - শ্যুটিং - মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের এ লেখারা

  • সকাল ৭.১৫ - শ্যুটিং - পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং এসএইচ ১ - যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের দীপক

  • সকাল ৬.৩০ - টেবিল টেনিস - মহিলাদের সিঙ্গলস ক্লাস ৬ - ফাইনাল

  • সকাল ৭.১৫ - টেবিল টেনিস - পুরুষদের সিঙ্গলস ক্লাস ৮ - ফাইনাল

  • সকাল ৭.৩০ - ভারোত্তোলন - পুরুষদের ১০৭ কেজি বিভাগ - ফাইনাল

  • সকাল ৯.৩০ - ভারোত্তোলন - মহিলাদের ৮৬ কেজি বিভাগ - ফাইনাল

  • সকাল ১০.০৬ - তিরন্দাজি - মহিলাদের কম্পাউন্ড বিভাগের ফাইনাল

  • বেলা ১২.৩০ - ইকোয়েস্ট্রিয়ান - ফ্রিস্টাইল টেস্ট গ্রেড ফোর - ফাইনাল


রবিবার পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টে ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ জিতলেন ভারতের বিনোদ। এশীয় রেকর্ডও ভেঙে দিলেন বিনোদ। ১৯.৯১ মিটার দূরত্ব অতিক্রম করে বিনোদের থ্রো। তাঁর চেয়ে সামান্য বেশি দূরত্ব অতিক্রম করে (১৯.৯৮ মিটার) রুপো জিতে নিয়েছেন ক্রোয়েশিয়ার সান্দোর ভেলিমির। পোল্যান্ডের কোসেউইচ পিওতর ২০.০২ মিটার ডিসকাস ছুড়ে সোনা জিতে নিয়েছেন।


তবে রবিবার রাতের দিকে আচমকা তাঁর পদক নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ভারতীয় ক্রীড়ামহলে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। সেই সঙ্গে আচমকাই সংশয় তৈরি হয়েছে বিনোদের পদক প্রাপ্তিকে ঘিরে। তিনি ব্রোঞ্জ পদক নিয়েই দেশে ফিরবেন কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে!


কিন্তু কেন? কারণ, বিনোদের শারীরিক প্রতিবন্ধকতার ধরন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ অ্যাথলিটরা। ডিসকাস থ্রোয়ে এফ ৫২ ইভেন্টের যোগ্যতা পেয়েছিলেন বিনোদ। যাঁদের পেশিশক্তি ত্রুটিপূর্ণ হয়, তাঁরা এই ইভেন্টে অংশ নিতে পারেন। পাশাপাশি শরীরের কোনও অংশের মুভমেন্ট সঠিক না হলে, অঙ্গ না থাকলে বা দুই পায়ের মাপ সমান না হলে এই ইভেন্টে অংশ নেওয়া যায়। বিনোদের ক্ষেত্রে ২২ অগাস্ট প্যারালিম্পিক্সের আয়োজকরা সেই মাপকাঠি দেখে এফ ৫২ ইভেন্টের জন্য বিনোদকে নির্বাচিত করেছিলেন। তাঁর প্রতিপক্ষরা কী নিয়ে সেই নির্বাচনকে চ্যালেঞ্জ করেছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। উদ্যোক্তারা শুধু জানিয়েছেন যে, এই ইভেন্টে পদক বিতরণ স্থগিত রাখা হয়েছে। সোমবার সন্ধের দিকে তা দেওয়া হবে।


তবে ভারতের শ্যেফ দ্য মিশন গুরশরণ সিংহ সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, এখনও পর্যন্ত পদক হাতছাড়া হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।


দুবাইয়ে কুলদীপদের কোয়ারেন্টিন শুরু, রিহ্যাব সেরে এই সপ্তাহেই যোগ দেবেন শুভমন