বেঙ্গালুরু: আর কিছুদিন পরেই আইপিএলের মেগা নিলাম।। অন্য়ান্য ফ্র্যাঞ্চাইজির মতো দল গোছাবে রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরুও। আগের দলের মধ্যে তিনজন প্লেয়ারকে রিটেন করেছে আরসিবি। তার মধ্যে অবশ্যই রয়েছেন বিরাটও। যদিও আসন্ন মরসুমে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না কোহলিকে। গত মরসুমেই তিনি জানিয়ে দিয়েছিলেন যে সেটাই তাঁর অধিনায়ক হিসেবে শেষ মরসুমে হতে চলেছে।
২০১১ সালে নিলামেও বিরাটকে রিটেন করেছিল আরসিবি। সেই অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, "আমি এই দলটার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার এখনও মনে আছে যে দক্ষিণ আফ্রিকায় আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলছিলাম। সেই সময় রে জেনিংস ও সিদ্ধার্থ মাল্য মিলে আমাকে অনুরোধ করছিলেন। আমাকে ওঁরা রিটেন করতে চায় আর একই সঙ্গে একটা নতুন টিম গড়ার পরিকল্পনা ছিল।''
সেই মরসুমের আগে ৫ নম্বরে ব্যাট করতেন বিরাট। ২০১১ সালে যখন আরসিবি দল নতুন করে গড়ে তোলা হচ্ছে সেই সময় বিরাট শর্ত রেখেছিলেন ফ্র্যাঞ্চাইজির কাছে। যা ফাঁস করলেন তিনি। বিরাট জানান, ''আমি দলের পরিকল্পনা শুনে খুশি হয়েছিলাম। কিন্তু আমি তখনই ওদের কাছে একটা শর্ত রাখি। আমি চেয়েছিলাম ৩ নম্বরে ব্যাট করতে নামতে, আর কোনও পজিশনে না। ওঁরাও আমাকে জানিয়েছিল যে কোনও সমস্যা নেই, আমি ৩ নম্বরেই নামতে পারব। আমি জানতাম যে দলের জন্য কিছু করতে পারব আমি। দায়িত্ব নিতে কোনও অসুবিধে ছিল না আমার।''
আইপিএল শুরুর প্রথম ৩ বছর আরসিবি দলে অনেক তারকা প্লেয়ার ছিলেন। যেমন রাহুল দ্রাবিড়, রস টেলর, জ্য়াক কালিস। ফলে ব্য়াটিং অর্ডারে একটু নিচের দিকে নামতে হত বিরাটকে। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রাক্তন আরসিবি অধিনায়ক বলেন, ''দলে অনেক তারকা ক্রিকেটার ছিলেন প্রথম ৩ বছরে। তাই আমাকে নিচের দিকে নামতে হত। তবে আমি চেয়েছিলাম যে উপরের দিকে নামতে। আমি জানতাম ওপরের দিকে নামলে স্পেশাল কিছু করতে পারব।''