অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচে শেষ ওভারে ছয় মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর এদিনের ব্যাটিং পুরানো ধোনিকে মনে করিয়ে দিয়েছে। মাহি বুঝিয়ে দিয়েছেন, তিনি এখনও ফিনিশারই। পূর্বসূরীর প্রশংসায় পঞ্চমুখ বর্তমান অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, আজ তো এমএস ক্ল্যাসিক।
কোহলির দুরন্ত শতরান দলের ইনিংসের যে ভিত গড়ে দেয়, তার ওপর দাঁড়িয়ে অপরাজিত ৫৪ বলে ৫৫ রানের ইনিংস খেলে ভারতকে জয় এনে দিয়েছেন ধোনি। এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত।
ম্যাচের শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে কোহলি বলেছেন, নিঃসন্দেহে ওর এই দলের অংশ হওয়া উচিত। ও ম্যাচ খুব ভালো করে হিসেব কষে। ম্যাচটা শেষপর্যন্ত নিয়ে যায়। আর এই সময় ওর মাথায় কী ভাবনাচিন্তা চলে, তা শুধু ও-ওই জানে। আর শেষের দিকে নিজের হিসেব অনুযায়ী ও বড় শট খেলে।
কোহলি ১০৪ রান করেছেন। কিন্তু দল জয়ের লক্ষ্যে পৌঁছনোর আগেই আউট হয়ে যান। ওই জায়গা থেকে ভারতের জয় নিশ্চিত করে ধোনি ও দীনেশ কার্তিক (১৪ বলে ২৫)-এর জুটি। চার বল বাকি থাকতেই ২৯৯ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
কোহলি বলেছেন, এসব ক্ষেত্রে সুযোগের অপেক্ষায় থাকতে হয়। আমি সেটাই চেষ্টা করছিলাম। সঠিক সময়ের জন্য আমিও ক্রিজে থাকার চেষ্টা করছিলাম। আমার মনে হয়, রান ও বলের ব্যবধান কমাতে ওই ২-৩ ওভার ছিল সেই সময়। সবকিছু ঠিকঠাক হলে খুব ভালো দেখায়। আজকের দিনটা খুবই কঠিন ছিল। আমার প্যান্ট ঘামে সাদা হয়ে গিয়েছিল। এমএসও ক্লান্ত হয়ে পড়েছিল। ৫০ ওভার ফিল্ডিংয়ের পর ব্যাটিং, খুবই কঠিন।
ডেথ ওভারে ভূবনেশ্বর কুমারের বোলিংও অধিনায়কের প্রশংসা আদায় করে নিয়েছে। কোহলি বলেছেন, ওদের রান তোলায় রাশ টানার চেষ্টা করছিলাম আমরা। তখন ম্যাক্সওয়েল ও শন মার্শ ম্যাচ প্রায় আমাদের হাতের বাইরে নিয়ে চলে যাচ্ছিল। দুই বলের মধ্যে ওদের আউট করাটা দারুণ ব্যাপার।
কোহলি বলেছেন, ভূবি আমাদের ম্যাচে ফেরায়।