নয়াদিল্লি: চোট সারিয়ে নিউজিল্যান্ড দলে প্রত্যাবর্তন ট্রেন্ট বোল্টের। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ পেসারকে। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট। বোল্ট দলে ফেরায় কিউই বোলিং অ্যাকাকে শক্তি বাড়বে। চোটের জন্য তিনি ভারতের বিরুদ্ধে টি ২০ ও একদিনের সিরিজে খেলতে পারেননি।
একইসঙ্গে ছয় ফুট আট ইঞ্চি লম্বা কাইল জেমেইসনও টেস্ট স্কোয়াডে প্রথবার ডাক পেলেন। মেন ইন ব্লু ব্রিগেডের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছিল। এরই সুবাদে পাঁচদিনের ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড দলে ঢুকে পড়লেন জেমেইসন। একমাত্র স্পিনার হিসেবে নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা পেয়েছেন বাঁহাতি বোলার আজাজ পটেল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে ডান হাতে চোট পেয়েছিলেন বোল্ট।
হেড কোচ তথা মুখ্য নির্বাচক গ্যারি স্টেড বলেছেন, ট্রেন্টকে দলে ফিরে পাওয়া খুবই ভালো ব্যাপার। বল হাতে ওর দক্ষতা তো রয়েইছে, সেইসঙ্গে ওর অভিজ্ঞতা ও উদ্যম দলকে সাহায্য করবে।
স্টেড বলেছেন, ওয়েলিংটনের পিচ এমনতিই ভালো। এ ধরনের সারফেসে কাইল অতিরিক্ত বাউন্স আদায় করে নিতে পারলে তা ফারাক গড়ে দিতে পারে।
ইশ সোধির জায়গায় ধারাবাহিকতার কথা মাথায় রেখে মুম্বইজাত পটেলকে নেওয়া হয়েছে। কোচ বলেছেন, বিদেশে ও নিউজিল্যান্ডের পরিবেশে ওর রেকর্ড খুব ভালো।
নিউজিল্যান্ড স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমেইসন, টম ল্যাথাম, ডারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ পটেল, টিম সাউদি, রস টেলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং
ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াডে ফিরলেন ট্রেন্ট বোল্ট, ডাক পেলেন জেমেইসন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 02:05 PM (IST)
চোট সারিয়ে নিউজিল্যান্ড দলে প্রত্যাবর্তন ট্রেন্ট বোল্টের। ভারতের বিরুদ্ধে আসন্ন টেস্টে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের ১৩ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এই অভিজ্ঞ পেসারকে। আগামী ২১ ফেব্রুয়ারি শুরু সিরিজের প্রথম টেস্ট।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -