রিও ডি জেনেইরো: ভারতীয় কুস্তিগিরি নরসিংহ যাদবের রিও অলিম্পিকে লড়াইয়ে নামা নিয়ে ফের প্রশ্ন উঠে গেল। ডোপিং অভিযোগ থেকে তাঁর ছাড় পাওয়ার বিরোধিতা করে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের (ক্যাস) দ্বারস্থ হল বিশ্ব ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা)। শুক্রবার নরসিংহের ইভেন্ট রয়েছে। কিন্তু ক্যাস যদি ওয়াডা-র আবেদন মেনে নরসিংহকে চার বছরের জন্য নির্বাসিত করে, তাহলে রিওতে তো তাঁর নামা হবেই না, এমনকী কেরিয়ারও শেষ হয়ে যেতে পারে।

 

রিও অলিম্পিকে ভারতের শ্যেফ দ্য মিশন রাকেশ গুপ্ত বলেছেন, নাডা যে ছাড়পত্র দিয়েছিল নরসিংহকে তার বিরুদ্ধেই ক্যাস-এ আবেদন জানিয়েছে ওয়াডা। শুনানি শুরু হয়েছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব রাজীব মেহতা সেই শুনানিতে আছেন।

 

ডোপিংয়ের অভিযোগ ওঠার পর অনেক কাঠখড় পুড়িয়ে শেষপর্যন্ত অভিযোগমুক্ত হয়ে রিও গিয়েছেন নরসিংহ। কিন্তু ওয়াডা-র এই পদক্ষেপ তাঁকে নতুন করে বিপাকে ফেলে দিয়েছে।