কানপুর: কানপুরে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্টে ঘুর্ণি পিচ রাখা হচ্ছে। ভারতের স্পিনারদের সুবিধা দেওয়ার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু নিউজিল্যান্ডও এই সিরিজে স্পিন বোলিংকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিন স্পিনার নিয়ে ভারতে এসেছে কিউয়িরা। ফলে কানপুরে স্পিনিং ট্র্যাক ভারতের বিপক্ষেও যেতে পারে। অতীতে এই ঘটনা দেখা গিয়েছে। তাই কানপুরের পিচ নিয়ে আশা-আশঙ্কা থাকছে।


৬ মাস আগের ঘটনা৷ নাগপুরে টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ৷ ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড৷ ভারতীয় স্পিনাররা যাতে পুরোপুরি ফয়দা তুলতে পারেন, সেজন্যই পাতলা লাল আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়েছিল নাগপুরের পিচ৷ ফল? ত্রাস হয়ে দাঁড়ালেন কিউই স্পিনাররা৷ তাঁদের কাঁধে ভর করেই হাসতে হাসতে ম্যাচ বের করে নিয়ে গেল টিম নিউজিল্যান্ড৷

এবার রণক্ষেত্র কানপুর৷ তিনদিন পরই শুরু ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট৷ সেখানেও উইকেটে একই ছবি৷ স্পিনারদের সুবিধা দিতে একেবারে শুকনো উইকেট৷ সেজন্য সবূজ রঙের পাতলা আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে পিচ৷ কী হবে ফলাফল? অশ্বিনদের বাজিমাত না কি সোধি-স্যান্টনারদের হুঙ্কার? জানতে কিছুদিনের অপেক্ষা৷

৩ স্পিনার নিয়ে এসেছে নিউজিল্যান্ড৷ তবে, ভারতের কাছে অবশ্যই হোম অ্যাডভান্টেড৷ আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলাকালীন কানপুরে বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ ফলে, পুরো ৫ দিন খেলা না হওয়ারই সম্ভাবনা৷ আর, সেকথা মাথায় রেখেই পুরোপুরি ঘূর্ণি উইকেট বানাচ্ছেন কিউরেটর শিব কুমার৷

২০০৮-এ কানপুরের ঘূর্ণি উইকেটে দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে ছেড়েছিল ভারত৷ ৩ দিনেই শেষ ম্যাচ৷ হাসতে হাসতে জয় মহেন্দ্র সিংহ ধোনিদের৷ ম্যাচ শেষের পর পিচ কিউরেটর শিব কুমারকে লিখিত ধন্যবাদও দিয়েছিলেন ক্যাপ্টেন কুল৷ সঙ্গে ভেট হিসেবে ১০ হাজার টাকা৷ কিউইদের বিরুদ্ধে কানপুর টেস্ট শেষে কি সেই চওড়া হাসিটা দেখা যাবে বিরাট কোহলির মুখে? প্রশ্ন ক্রিকেট মহলে৷