বেশ কিছুদিন ধরেই জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না আকমল। তাঁকে পিসিবি-র চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানের কোচ মিকি আর্থারের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ করেন আকমল। প্রধান নির্বাচক ইনজামাম উল হকের বিরুদ্ধেও তাঁকে সাহায্য না করার অভিযোগ আনেন আকমল। যদিও পিসিবি সেই অভিযোগে গুরুত্ব দেয়নি। ইদে ষাঁড়ের সঙ্গে ছবি দিয়ে ট্যুইটারে সমালোচিত উমর আকমল
Web Desk, ABP Ananda | 03 Sep 2017 05:01 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: বিতর্ক আর উমর আকমল যেন সমার্থক হয়ে গিয়েছে। ক্রিকেট মাঠে পারফরম্যান্সের মাধ্যমে পিসিবি বা দর্শকদের খুশি করতে না পারলেও, মাঠের বাইরের বিভিন্ন ঘটনার জন্য তিনি সবসময়ই খবরে। এই ডানহাতি ব্যাটসম্যান ইদে একটি ষাঁড়ের সঙ্গে ছবি দিয়ে ট্যুইটারে সমালোচনার মুখে পড়েছেন।