নয়াদিল্লি: গত শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছে পাকিস্তানের ১৮ বছরের বাঁহাতি পেসার শাহিন আফ্রিদির। আর পয়লা ম্যাচেই দুর্ভাগ্যের শিকার তিনি। তাঁর বলে তিন-তিনটে ক্যাচ ছাড়েন পাক ফিল্ডাররা। এখানেই শেষ নয়, দুর্ভাগ্য পিছু ছাড়ল না গতকাল ভারতের বিরুদ্ধে ম্যাচেও। শাহিনের তৃতীয় ওভারে তাঁর বলে সহজ ক্যাচ ছাড়লেন ইমাম-উল-হক। শাহিনের একটা থমকে আসা গুড লেংথ বলে কভারের ওপর দিয়ে ড্রাইভ করতে গিয়ে সহজ ক্যাচ তোলেন রোহিত। এক্সট্রা কভারে ফিল্ডিং করছিলেন ইমাম। কিন্তু ওই লোপ্পা ক্যাচটাও ধরতে পারেননি তিনি।
আর তারপরই সোশ্যাল মিডিয়ায় শাহিনের জন্য দুঃখপ্রকাশ করে বিভিন্ন ধরনের মন্তব্য দেখা যায়। বিভিন্ন মজাদার মন্তব্যে পাক ফিল্ডারদের খোঁচা দেন ইউজাররা। তাঁরা বলেন, 'পাক ফিল্ডাররা তো ক্যাচ ফেলছেন না, শাহিনের আত্মবিশ্বাসকে তলানিতে ঠেলে দিচ্ছেন'। কেউ আবার বলেন, 'তুমি বোল্ড আউটের দিক মন দাও, এই দুনিয়ায় তোমার বলে ক্যাচ ধরা হবে না দেখছি'।
একজন আবার বলেছেন, 'দলের সহ খেলোয়াড়দের খাওয়াতে নিয়ে যেতে হবে বা উপহার দিতে হবে শাহিন আফ্রিদিকে'। অন্য একজনের ট্যুইট, 'মনে হচ্ছে পাক হলে শাহিনের থাকাটা কারুর পছন্দ নয়'।