বিশাখাপত্তনম: টেস্টে ওপেনার হিসেবে খেলার সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে দিলেন রোহিত শর্মা। ভারতের এই তারকা ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ১১৫ রানে অপরাজিত। তাঁর এই ইনিংস দেখে সতীর্থ, প্রাক্তন ক্রিকেটার, সাধারণ ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত। প্রত্যেকেই তাঁর প্রশংসা করছেন।
যুজবেন্দ্র চাহল ট্যুইট করে রোহিতকে ‘সত্যিকারের সর্বকালের সেরা’ বলেছেন। হরভজন সিংহের ট্যুইট, ‘রোহিতের অসাধারণ শতরান। পোশাক নীল হোক বা সাদা, কোনও পার্থক্য নেই, রোহিত সবসময়ই হিট।’ আকাশ চোপড়াও ট্যুইট করে রোহিতের প্রশংসা করেছেন। বিসিসিআই, আইসিসি-র পক্ষ থেকেও ট্যুইট করে রোহিতের প্রশংসা করা হয়েছে।