নয়াদিল্লি: ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি একদিনের ও টি-২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁকে অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর, কৃষ্ণমাচারি শ্রীকান্ত, মহম্মদ কাইফ থেকে শুরু করে গগন নারাং, অনুরাগ ঠাকুর, হর্ষ ভোগলেরা। প্রত্যেকেই ধোনির প্রশংসায় পঞ্চমুখ।


ধোনির নেতৃত্বেই ২০১১ সালের বিশ্বকাপ জিতেছিলেন সচিন। ট্যুইট করে অধিনায়ককে অভিনন্দন জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।


সুপ্রিম কোর্টের রায়ে বিসিসিআই সভাপতির পদ থেকে অপসারিত হওয়া অনুরাগ ঠাকুরও ট্যুইট করে ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।


ভারতের প্রাক্তন অধিনায়ক শ্রীকান্তও ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।


ধোনির একদা সতীর্থ কাইফও প্রাক্তন অধিনায়কে অভিনন্দন জানিয়েছেন।


শ্যুটার গগন নারাংও ধোনির প্রশংসা করেছেন।


ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।


ধোনির বায়োপিকে তাঁর চরিত্রে অভিনয় করা সুশান্ত সিংহ রাজপুতও অধিনায়ক ধোনিকে অভিনন্দন জানিয়েছেন।