নয়াদিল্লি: কয়েক মাস আগে অম্বাতি রায়ডুকে পিছনে ফেলে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। কিন্তু বিশ্বকাপে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি। টুর্নামেন্টের মাঝপথে চোট পেয়ে দল থেকে ছিটকে গিয়েছিলেন বিজয় শঙ্কর। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক একটি পোস্ট অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের পর ভারতীয় দলে আর জায়গা পাননি তিনি। এই অবকাশে নিজের ফিটনেস নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন তিনি। আর তা জানাতেই তাঁর শারীরিক রূপান্তরের একটি ছবি গত মঙ্গলবার ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, পরিশ্রমের ফল পাওয়া গিয়েছে।



তাঁর এই কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন সহ খেলোয়াড় হার্দিক পান্ড্য ও শ্রেয়স আয়ার। সোশ্যাল মিডিয়া ব্যবহারীদের অনেকেই। আবার কেউ কেউ বিশ্বকাপে পারফরম্যান্স নিয়ে বিজয় শঙ্করকে কটাক্ষ করেছেন।













ভারতের হয়ে ১২ টি একদিনের ম্যাচে ৩১.৮৫ গড়ে বিজয় শঙ্কর ২২৩ রান করেছেন। ৫২.৫০ গড়ে চারটি উইকেটও তিনি নিয়েছেন। টি ২০ ক্রিকেটে ৯ ম্যাচে ২৫.২৫ গড়ে ১০১ রান করেছেন। এই ফরম্যাচে ৩৮.২০ গড়ে পাঁচটি উইকেট পেয়েছেন তিনি।