রাজকোট: আইপিএল-এর ইতিহাসে শুক্রবার দিনটা স্মরণীয় হয়ে থাকল। এর আগে কোনওবার একই দিনে দুটি হ্যাটট্রিক দেখা যায়নি। এদিন সেটাই হল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লেগস্পিনার স্যামুয়েল বদ্রীর পর হ্যাটট্রিক করলেন গুজরাত লায়ন্সের পেসার অ্যান্ড্রু টাই। আইপিএল-এ অভিষেক ম্যাচেই ৫ উইকেট নিয়ে নায়ক হয়ে গেলেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। টাইয়ের অসাধারণ পারফরম্যান্সের সুবাদে রাইজিং পুণে সুপারজায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় পেল গুজরাত।

এদিন প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৭১ রান করে পুণে। অধিনায়ক স্টিভ স্মিথ ৪৩ ও মনোজ তিওয়ারি ৩১ রান করেন। ওপেন করতে নেমে কোনও রান না করেই আউট হয়ে যান অজিঙ্ক রাহানে। মহেন্দ্র সিংহ ধোনি (৫) এদিনও ব্যর্থ।

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই জয় পায় গুজরাত। ডোয়েন স্মিথ ৪৭, ব্রেন্ডন ম্যাকালাম ৪৯, অধিনায়ক সুরেশ রায়না অপরাজিত ৩৫ ও অ্যারন ফিঞ্চ অপরাজিত ৩৩ রান করেন। পরপর দুটি ছক্কা মেরে দলকে জয় এনে দেন ফিঞ্চ।