কলকাতা: যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স। তার পুরস্কার হিসেবে আসন্ন রঞ্জিতে বাংলার স্কোয়াডে ঢুকে পড়তে পারেন তরুণ পেসার রবি কুমার। আগামী ১৬ ফেব্রুয়ারি কটকে নিজেদের রঞ্জি অভিযান শুরু করছে বাংলা। সিনিয়র দলের দরজায় কড়া নাড়ছেন রবিও। সিনিয়র উইকেট কিপার ব্য়াটার ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে প্রথম ২ টো ম্যাচে নামতে পারবেন। আগামী ৪ মার্চ থেকে মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা। সেক্ষেত্রে প্রথম ২ ম্যাচ পরেই জাতীয় দলের দায়িত্ব সামলাতে চলে যেতে হবে ঋদ্ধিকে। বায়ো বাবলে ঢুকে পড়তে হবে তাঁকে।
বাংলা বি গ্রুপে রয়েছে। বাকি ৩ দল হল চণ্ডীগড়, হায়দরাবাদ ও বঢোদরা। বাংলা দল কটকের উদ্দেশে রওনা দেবে আগামী ১০ ফেব্রুয়ারি। দলে থাকবেন রবি ও বাঁহাতি উইকেট কিপার ব্যাটার অভিষেক পোড়েলও। প্রাক্তন নির্বাচক দেবাঙ গাঁধী বলেন, ''নির্বাচকরা যদি ওদের নিয়ে ভাবেন তবে এর থেকে ভাল কিছু হতেই পারে না। রবি ও অভিষেক ২ জনেই রঞ্জি স্কোয়াডে ঢুকে পড়ার যোগ্য দাবিদার।''
এদিকে, আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রঞ্জির প্রথম লেগের ম্যাচগুলো। অর্থাৎ লিগ পর্বের ম্যাচগুলো। মার্চের ১৫ তারিখ পর্যন্ত চলবে এই লিগ পর্যায়ের ম্যাচ। এরপর আইপিএল রয়েছে। আইপিএলের পর ফের মে মাসের ৩০ তারিখ থেকে শুরু হয়ে আগামী ২৬ জুন পর্যন্ত চলবে নক আউট পর্বের ম্যাচ। বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ।
বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবারের টুর্নামেন্টে মোট ৬৪টি ম্যাচ খেলা হবে ৬২ দিনে। প্রথম ফেজে মোট ৫৭টি ম্যাচ খেলা হবে। আর দ্বিতীয় পর্বে রয়েছেন ৭টি নক আউট খেলা। সেগুলো হল চারটে কোয়ার্টার ফাইনাল, ২ টো সেমিফাইনাল ও ফাইনাল। এলিট গ্রুপের ম্যাচগুলো খেলা হবে যথাক্রমে রাজকোট, কটক, চেন্নাই, আমদাবাদ, ত্রিবান্দ্রাম, দিল্লি, হরিয়ানা, গুয়াহাটিতে। প্লেট লিগের ম্যাচগুলো খেলা হবে কলকাতায়।
বোর্ড সচিব জয় শাহ (jay shah) এক বিবৃতিতে কিছুদিন আগেই জানিয়েছেন, ''বোর্ডের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবারের রঞ্জি ট্রফি ২ টো ভাগে আয়োজন করা হবে। প্রথম ভাগে লিগ পর্যায়ের সব ম্যাচ হবে। পরের পর্যায়ে নক আউটের ম্যাচগুলো হবে। ফেব্রুয়ারি-মার্চে প্রথম পর্বের ম্যাচগুলো আয়োজিত হবে। জুনে নক আউটের ম্যাচ হবে।''