মুম্বই: দক্ষিণ আফ্রিকায় এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বসতে চলেছে। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রশংসা করলেন সিনিয়র দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করেন, জুনিয়রদের এই দল খুবই শক্তিশালী এবং খেতাব ধরে রাখতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরবে।
রোহিত বলেছেন, আমাদের দল অন্যান্য সময়ের মতোই শক্তিশালী। আমরা শেষবার জয়ী হয়েছিলাম। এমনটা বলব না যে, এবারেও আমরা জিতবই। কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত যে ওরা ওদের সেরাটা দেবে। দলের কোচিং স্টাফও দুর্দান্ত। নিশ্চিতভাবেই এটা একটা বড় মঞ্চ এবং বড় মঞ্চে ভারত বরাবরই ভালো খেলে। আশা করছি, এবারও বিশ্বকাপ দেশে ফিরে আসবে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত এখনও পর্যন্ত সবচেয়ে সফল দল।২০১৮-র বিশ্বকাপ সহ মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৮-তে পৃথ্বী শ-র নেতৃত্বাধীন ভারত ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ জিতেছিল। টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত।
১৩ তম অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ১৬ দল অংশ নেবে। চারটি গ্রুপে দলগুলিকে ভাগ করা হয়েছে। এ গ্রুপে প্রথমবারের যোগ্যতা অর্জনকারী জাপান সহ নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে ভারত। প্রত্যেক গ্রুপের সেরা দুটি দল সুপার লিগ পর্বে খেলবে।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ: ভারতীয় দল বরাবরের মতোই শক্তিশালী, বললেন রোহিত শর্মা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Dec 2019 01:18 PM (IST)
দক্ষিণ আফ্রিকায় এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর বলতে চলেছে। এই বিশ্বকাপে অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রশংসা করলেন সিনিয়র দলের সহ অধিনায়ক রোহিত শর্মা। তিনি মনে করেন, জুনিয়রদের এই দল খুবই শক্তিশালী এবং খেতাব ধরে রাখতে তারা নিজেদের সেরা পারফরম্যান্স তুলে ধরবে।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -