বার্সেলোনা: লিওনেল মেসি ক্লাব ছাড়ার পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে তিন গোল খেল বার্সেলোনা। বায়ার্নের হয়ে ৩৪ মিনিটে প্রথম গোল করেন টমাস মুলার। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। তিনি ৫৬ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করেন। ৮৫ মিনিটে ব্যবধান বাড়ান বায়ার্নের এই স্ট্রাইকার।


মেসির সদ্য প্রাক্তন দলের হারের দিনই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বর্তমান দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও হেরে গেল। অ্যাওয়ে ম্যাচে সুইৎজারল্যান্ডের বিএসসি ইয়াং বয়েজের কাছে ১-২ গোলে হেরে গেল ম্যান ইউ। ১৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। কিন্তু তারপরেও হার মানতে হল তাঁদের। ৬৬ মিনিটে সমতা ফেরান মৌমি নামালেউ। ম্যাচের শেষদিকে জয়সূচক গোল করেন থেসন সিয়েবাচিউ। ৩৫ মিনিটে লালকার্ড দেখেন অ্যারন ওয়ান-বিসাকা।


অন্য ম্যাচে ঘরের মাঠে রাশিয়ার এফসি জেনিতকে ১-০ গোলে হারিয়ে দিল চেলসি। ৬৯ মিনিটে গোল করেন রমেলু লুকাকু।


ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল ছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ব্যবধানে জয় পেল জুভেন্তাস। সুইডেনের মালমোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় ইতালির ক্লাবটি। প্রথমার্ধেই তিন গোল করে ফেলেন জুভেন্তাসের ফুটবলাররা। ২৩ মিনিটে প্রথম গোল করেন অ্যালেক্স স্যান্ড্রো। ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান পাওলো ডিবালা। এক মিনিট পরেই ব্যবধান বাড়ান আলভারো মোরাতা।


অন্য ম্যাচে আর বি সালজবার্গের সঙ্গে ১-১ ড্র করল সেভিয়া। ২১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করে সালজবার্গকে এগিয়ে দেন লুকা সুসিচ। ৪২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান ইভান রাকিটিচ। ইউসিফ এন-নেসিরি ৫০ মিনিটে লালকার্ড দেখায় বাকি সময়টা ১০ জনে খেলতে হয় সেভিয়াকে।


ডায়নামো কিয়েভ ও বেনফিকার ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। ভিলারিয়াল ও আটালান্টার ম্যাচ ২-২ গোলে ড্র হয়। লিল ও উলফসবার্গের ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। 


আজ রাতে নতুন দল পিএসজি-র হয়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। এসি মিলানের মুখোমুখি হচ্ছে লিভারপুল। আর বি লিপজিগের মুখোমুখি হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি।