ওয়েম্বলি: ইউরোর প্রথম সেমিফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছে স্পেন বনাম ইতালি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পরস্পর মুখোমুখি হবে ২ দল। একদিকে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইতালি। অন্যদিকে সুইৎজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে স্পেন। 


এখনও পর্যন্ত ইউরোয় দু’টো দলই তাঁদের ছন্দ ধরে রেখেছে। তবে কিছুটা হলেও ফুটবল বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন ইতালিকে প্রথম সেমিতে। তবে শেষ ১৪ বারের সাক্ষাতে মাত্র ২ বারই স্পেনকে হারাতে পেরেছে আজুরিরা। ৭ ম্যাচ ড্র হয়েছে। ৫ ম্যাচে হার। তবে বিশ্বের ক্রমতালিকায় শীর্ষে থাকা বেলজিয়ামকে হারানোর পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে ইতালি। স্পেনকে হারিয়ে ফাইনালে পৌঁছোতে মরিয়া তারা।


রবার্তো মানচিনির অধীনে দুর্দান্ত খেলছে ইতালি। তাঁর প্রতিপক্ষকে নিয়ে ছক কষা, গেমপ্ল্যান সাজানো সব কিছুতেই অভিনবত্ব ধরা পড়েছে। গ্রুপ পর্বে যেভাবে ছন্দবদ্ধভাবে খেলেছে গোটা ইতালি দল তাতে সেমিতে অবশ্যই এগিয়ে নামবে তাঁরা। বিশেষ করে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে এই ম্যাচের ২ দলের মধ্যেই কড়া টক্কর যে হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।


গত ২০১২ সালে এই ইতালিকেই ইউরোতে হারিয়ে দিয়েছিল স্পেন। সেই ম্যাচের ফল ছিল স্পেনের পক্ষে ৪-০। আবার ২০১৬ সালে ইউরো কাপের শেষ ষোলো থেকে স্পেনকে ছিটকে দিয়েছিল ইতালি। একেবারে মধুর প্রতিশোধ। স্পেনের মূল ভরসা পেদ্রি গঞ্জালেস। ১৮ বছরের এই ফুটবলার এরমধ্যেই স্পেনের হয়ে রেকর্ড গড়ে ফেলেছেন। সর্বকণিষ্ঠ ফুটবলার হিসেবে স্পেনের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট খেলছেন পেদ্রি।


বড় কোনও টুর্নামেন্টে স্পেন ও ইতালি পরস্পর আমনে সামনে হয়েছে ৯ বার। ইউরো কাপের মঞ্চে এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হতে চলেছে ২ দল।


কখন কোথায় দেখবেন ম্যাচ: ইউরো কাপের সেমিফাইনালে স্পেন বনাম ইতালি ম্যাচ শুরু হবে মঙ্গলবার রাত ১২:৩০। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।