আমস্টারডার্ম: ইয়োহান ক্রুয়েফের নামাঙ্কিত স্টেডিয়ামে যেন ক্রুয়েফের সময়কার ডাচ ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার ইঙ্গিত দিল নেদারল্যান্ডস। ইউরো কাপের ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়ে দিল অস্ট্রিয়াকে। পরপর দু'ম্যাচ জিতে গ্রুপ থেকে শেষ ষোলোয় পৌঁছে গেলেন মেমফিস দেপাইরা। এক ম্যাচ বাকি থাকতেই।


দেশের ফুটবলের টালমাটাল অবস্থার মধ্যে ২০১৬ সালের ইউরো কাপ ও ২০১৮ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্য়র্থ হয়েছিল নেদারল্যান্ডস। তাই মাঠে কমলা ঝড় দেখা যায়নি। কমলা রংয়ের জার্সি পরে একসঙ্গে আক্রমণ ও রক্ষণে ওঠানামা করে বলে নেদারল্যান্ডসের ফুটবল দলকে কমলা ঝড় বলা হয়। বৃহস্পতিবার ঘরের মাঠে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারালেন ডাচরা। সাত বছর পর আন্তর্জাতিক কোনও টুর্নামেন্ট খেলতে নেমে পরপর দুই ম্যাচ জিতে টুর্নামেন্টের নক আউট পর্বে পৌঁছে গেল নেদারল্যান্ডস।


কিক অফের ৯ মিনিটের মাথায় নেদারল্য়ান্ডসের ফুটবলার দেনজেল দামফ্রিজ়কে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন অস্ট্রিয়ার অধিনায়ক দাভিদ আলাবা। তাঁদের বিপক্ষে পেনাল্টি দেন রেফারি। তেকাঠির বাঁ দিকের কোণ দিয়ে বল জালে জড়িয়ে দেন মেমফিস দেপাই। সঠিক দিকে লাফালেও বলের নাগাল পাননি অস্ট্রিয়ার গোলরক্ষক বাখম্যান। প্রথমার্ধ ১-০ গোলে শেষ হয়।


দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলতে শুরু করেন অস্ট্রিয়ার ফুটবলাররা। গোল শোধ করার জন্য মরিয়া ছিলেন তাঁরা। নেদারল্যান্ডসের বুদ্ধিদীপ্ত কোচ ফ্রাঙ্ক দে বোয়েরের নির্দেশে খেলার গতি কমিয়ে দেন ডাচরা। নিজেদের পায়ে যথাসম্ভব বলের দখল রেখে প্রতিপক্ষ শিবিরের ছন্দে ধাক্কা দিতে চেয়েছিলেন দে বোয়ের। ৬৪ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন দে বোয়ের। দালি ব্লিন্দ, ভান আনহোল্ট এবং ওয়েগহোর্স্টের পরিবর্তে আকে, মালেন ও উইন্দালকে নামান তিনি। তার তিন মিনিটের মাথায়, অর্থাৎ ম্যাচের ৬৭ মিনিটে ২-০ করেন দামফ্রিজ়। খেলার ভাগ্য ওখানেই কিছুটা নির্ধারিত হয়ে যায়।


শেষের দিকে পরপর কয়েকটি আক্রমণ তুলে আনলেও ব্যবধান কমাতে পারেনি অস্ট্রিয়া। এক ম্যাচ বাকি থাকতেই ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল নেদারল্যান্ডস।