কার্ডিফ: উয়েফা ইউরোর যোগ্যতা অর্জনপর্বে (UEFA EURO Qualifiers) ওয়েলশ (Wales) বড় ধাক্কা খেল। আর্মেনিয়ার বিরুদ্ধে (Wales vs Armenia) ২-৪ স্কোরলাইনে পরাজিত হলেন হ্যারি উইলসনরা। ফিফা ব়্যাঙ্কিংয়ে ৭১ ধাপ পিছিয়ে থাকা আর্মেনিয়ার বিরুদ্ধে এই হারে স্বাভাবিকভাবেই বিস্মিত ওয়েলশ অনুরাগীরা।
আর্মেনিয়ার বিস্ময় জয়
এদিন ম্যাচে কিন্তু ওয়েলশে প্রথমে গোল করেন। ড্যানিয়েল জেমসের গোলে ম্যাচে প্রথমবার লিড পায় ওয়েলশ। তবে আর্মেনিয়া অধিনায়ক লুকাস জেলারায়ন গোল হজম করার নয় মিনিট পরেই দলকে সমতায় ফেরান। প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় গ্রান্ট লিওন-রানোস আর্মেনিয়াকে প্রথমবার ম্যাচে লিড এনে দেন। প্রথমার্ধ ২-১ লিড নিয়েই শেষ করে আর্মেনিয়া। দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটের মাথায় ফের একবার গোল করেন গ্রান্ট। ৩-১ এগিয়ে যায় আর্মেনিয়া। এমন পরিস্থিতিতে ৭২ মিনিটের মাথায় ওয়েলশের হয়ে ব্যবধান কমান হ্যারি উইলসন।
৩-২ স্কোরলাইন হওয়ার পর ওয়েলশের ম্য়াচে ফেরার আশা জেগেছিল বটে। তবে সেই আশা দীর্ঘস্থায়ী হয়নি। তিন মিনিট পরেই লুকাস ম্যাচে নিজের দ্বিতীয় ও আর্মেনিয়ার হয়ে চতুর্থ গোলটি করেন। ম্যাচে ফেরার আশায় মরিয়া হয়ে ঝাঁপানো ওয়েলশের চাপ আরও বাড়ে। আর্মেনিয়ার গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর লাল কার্ড দেখেন ওয়েলশ তারকা কিফার মুর। ম্যাচে আর ফিরতে পারেনি ওয়েলশ। শেষমেশ ৪-২ পরাজিত হতে হয় তাঁদের।
আর্মেনিয়ার বিরুদ্ধে লাল কার্ড দেখায় মোর সোমবার তুরস্কের বিরুদ্ধে খেলতে পারবেন না। ওয়েলশ এই ম্যাচে হারের পর তুরস্কের বিরুদ্ধেই জয়ের সরণীতে ফিরতে বদ্ধপরিকর হবে। নিজেদের প্রথম দুই ম্যাচে ক্রোয়েশিয়া ও লাটভিয়ার বিরুদ্ধে চার পয়েন্ট পেয়েছিল ওয়েলশ। আপাতত গ্রুপ ডি-তে তৃতীয় স্থানে রয়েছে ওয়েলশ। ১২ মাস আগেই বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে ওয়েলশ আলেকজান্ডার পেট্রাকভের ইউক্রেনকে হারিয়ে। সেই পেট্রাকভই বর্তমানে আর্মেনিয়ার কোচ। তাই এই জয়টা তাঁর কাছে বাড়তি স্বস্তিদায়কও হবে বটে।
ইংল্যান্ডের জয়
উয়েফা ইউরোর যোগ্যতাঅর্জন পর্বের ম্যাচে মাল্টাকে ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করল ইংল্যান্ড (England vs Malta)। ম্যাচে ফুলব্যাক নয়, বরং ইংল্যান্ডের মাঝমাঠে খেলে বেশ নজর কাড়লেন দলের তারকা ফুটবলার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (Trent Alexander-Arnold)। তিনি একটি গোল করেন। ইংল্য়ান্ডের দুই তারকা স্ট্রাইকার ক্যালাম উইলসন ও হ্যারি কেন একটি করে গোল পান। বাকি গোলটি আত্মঘাতী।
আরও পড়ুন: কিছু উপহারের আইডিয়া 'পিতৃ দিবস'-এ বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য