বুদাপেস্ট: বুধবার রাতে (বৃহস্পতিবার মধ্যরাত) ইউরোপা লিগ (Europa League Final 2023) ফাইনালে এএস রোমার (AS Roma) মুখোমুখি হয়েছিল স্পেনের সেভিয়া (Sevilla)। ইউরোপিয়ান ফাইনালে অপরাজিত হোসে মৌরিনহোর (Jose Mourinho) বিরুদ্ধে টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন দলের লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার পূর্বাভাস ছিলই। হলও তাই। এক রোমহর্ষক ম্যাচের পর পেনাল্টিতে ইতালির রাজধানীর ক্লাবকে হারিয়ে সপ্তমবার ইউরোপা লিগ খেতাব জিতে নিল সেভিয়া। ম্যাচে স্প্যানিশ দলের নায়ক দলের মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো (Yassine Bounou)।


ম্যাচের আগে চোটে থাকলেও, সেই নিয়েই মাঠে নামেন পাওলো দিবালা। ফাইনালে ৩৫ মিনিটের মাথায় গোল করে রোমাকে তিনিই ম্যাচে এগিয়ে দেন আর্জেন্তাইন মহাতারকা। ১-০ লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে হোসে মৌরিনহোর কোচিংয়ে খেলা দল। তবে দ্বিতীয়ার্ধের নয় মিনিটের মাথাতেই ম্যাচে সমতায় ফিরে আসে সেভিয়া। ৫৫ মিনিটের মাথায় জানলুকা মানচিনির আত্মঘাতী গোলে স্কোরলাইন ১-১ হয়। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও এই দুই দলের কেউই জালে বল জড়াতে পারেননি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। 


সেভিয়ার নায়ক বোনো


গত বছরের বিশ্বকাপে বোনো মরক্কোর হয়ে নিজের শট স্টপিং ক্ষমতার প্রদর্শন দেখিয়েছিলেন। এই ম্যাচেও তাঁর পেনাল্টি বাঁচানোর ক্ষমতার সাক্ষী থাকল গোটা বিশ্ব। দুই দুইটি পেনাল্টি সেভ করেন তিনি। শেষমেশ পেনাল্টি শ্যুটআউটে ৪-১ গোলে ম্যাচ ও খেতাব জিতে নেয় সেভিয়া। গোঞ্জালো মন্টিয়েল আর্জেন্তিনার হয়ে পেনাল্টি শ্যুট আউটে শেষ গোলটি করে আলবিসেলেস্তেকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এদিন তিনিই সেভিয়ার হয়ে জয়সূচক পেনাল্টিটি মারেন। এই নিয়ে ইউরোপা লিগে সাত নম্বর ফাইনাল খেলে সপ্তমবার খেতাব জিতে নিল সেভিয়া।


 






জলে গেল অপরাজিত রেকর্ড


স্পেনের ক্লাবটির লিগ মরসুমে একেবারেই ভাল অবস্থায় নেই। তাঁরা লিগে আপাতত ১১নম্বরে রয়েছে। তবে ইউরোপা লিগ জিতে তাঁরা পরবর্তী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করে ফেলল। সেভিয়ার জয়ে মৌরিনহোর ইউরোপিয়ান ফাইনালে অপরাজিত থাকার রেকর্ড জলে গেল। এর আগে টানা পাঁচ ইউরোপিয়ান ফাইনাল জিতলেও, ষষ্ঠবার আর পারলেন না তিনি। ম্যাচ শেষে হতাশ মৌরিনহো রানার্স-আপ মেডেলটিও নিজের কাছে রাখেননি। হতাশ রোমা কোচ নিজের পদকটি একটি খুদে রোমা সমর্থকের দিকে ছুড়ে দেন। 


আরও পড়ুন: ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?