বেঙ্গালুরু: আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে ব্যক্তিগত নজির গড়লেন ভারতের পেসার উমেশ যাদব। ২২-তম ভারতীয় বোলার এবং অষ্টম পেসার হিসেবে তিনি টেস্ট ম্যাচে ১০০ উইকেট নিলেন। আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় দিন আফগানিস্তানের প্রথম ইনিংসে রহমত শাহকে আউট করে এই নজির গড়েন উমেশ।


এর আগে ভারতীয় পেসারদের মধ্যে কপিল দেব (১৩১ টেস্টে ৪৩৪ উইকেট), জাহির খান (৯২ টেস্টে ৩১১ উইকেট), ইশান্ত শর্মা (২৩৬ উইকেট), জাভাগল শ্রীনাথ (২৩৬ উইকেট), মহম্মদ শামি (১১০ উইকেট), কারসন ঘাউরি (১০৯ উইকেট) ও ইরফান পঠান (১০০) উইকেট নেন। আজ তাঁদের সঙ্গে একই সারিতে চলে এলেন উমেশ।

টেস্টে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক ৬১৯ উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। তিনি ১৩২টি টেস্ট ম্যাচ খেলেন। হরভজন সিংহ ১০৩ টেস্টে ৪১৭ উইকেট এবং রবিচন্দ্রন অশ্বিন ৫৮ টেস্টে ৩১২ উইকেট নিয়েছেন।