মুম্বই : এখনও পর্যন্ত আটে আট। অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলেছে ভারতীয় দলের জয়রথ। চলতি বিশ্বকাপে (World Cup 2023) এখনও পর্যন্ত সবকটি ম্যাচেই জিতেছে টিম ইন্ডিয়া। মেন ইন ব্লু-র সামনে আপাতত ক্রিকেটীয় বিশ্বযুদ্ধ বিশ্বসেরা হওয়ারই হাতছানি। তার সঙ্গে রয়েছে আরও এক অনন্য কীর্তি গড়ার সুযোগ। যা হল অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার।


আগামী রবিবার গ্রপপর্বের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে। যে ম্যাচে রোহিত শর্মা-বিরাট কোহলিরা হোঁচট খাবেন যে আশঙ্কা করছেন না কার্যত কোনও ক্রিকেট বোদ্ধাই। তারপরই রয়েছে আসল দুই ম্যাচ। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল। অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন (Unbeaten World Cup Champion) হতে গেলে সেক্ষেত্রে একটানা এগারো ম্যাচে জিততে হবে ভারতকে। যে কীর্তি রয়েছে শুধুমাত্র একটি দলেরই। তাও একবার নয়, দু'বার।


অপরাজিত থেকে বিশ্বকাপের ট্রফি জিতেছে মোট ৩ টি দেশ। দু'বার যে কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে যে অনন্য কীর্তি হাসিল করেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। প্রসঙ্গত, লঙ্কাবাহিনী ক্রিকেটের বিশ্বসেরা হয়েছিল একবারই। যেবার ৮ টি ম্যাচের মধ্যে সবকটিতেই জিতে বিশ্বসেরার তাজ পড়েছিল তারা। 


১৯৭৫ সালে যে কীর্তি গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ (West Indies)। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে খেলার সুযোগই করে নিতে না পারলেও '৭৫ বিশ্বকাপে ৫ ম্যাচের সবকটিতেই জিতে বিশ্ব ক্রিকেটে শ্রেষ্ঠত্বের দাবি স্থাপন করেছিল ক্যারিবিয়ানরা।


আর বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সবথেকে সফলতম দেশ অস্ট্রেলিয়ার (Australia) ঝুলিতে রয়েছে আরও এক অনন্য রেকর্ড। বিশ্বের একমাত্র দল অজিরাই, যাঁরা দু'বার অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছে। ২০০৩ ও ২০০৭ সালে। দুবারই অজিরা ১১ ম্যাচে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতেছিল। '০৩ বিশ্বকাপের ফাইনাল ও গ্রুপপর্ব দু'বার রিকি পন্টিংয়ের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার মানতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলকে।


প্রসঙ্গত, ২০০৩ সালে অজি ক্রিকেট দলের যে ক্রিকেটীয় দাপট দেখা গিয়েছিল মাঠে। যেভাবে তাঁরা বাকি প্রতিপক্ষদের থেকে অনেকটা এগিয়ে ছিল, তেমনটাই রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে বলেই মনে করছেন অনেক ক্রিকেট বোদ্ধাই। 


আগামী ১৯ নভেম্বর আমদাবাদের মাঠে ভারতীয় দল তৃতীয়বার বিশ্বকাপ জেতে কি না, সেটাই দেখার। ২০১১ সালের পর ফের একবার ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে ভারতই বিশ্বমঞ্চের শ্রেষ্ঠত্ব হাসিল করবে বলেই আশাবাদী আসমুদ্রহিমাচল। 


আরও পড়ুন- ফের শীর্ষে ডি কক, বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?