জায়েদ ছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলের বাকি ১৪ জন সদস্যই অভিজ্ঞ। চোট থাকা মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, রুবেল হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহদি হাসান মিরাজকে দলে রাখা হয়েছে। পেসার তাসকিন আহমেদ অবশ্য সুযোগ পাননি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মুখ্য নির্বাচক মিনহাজুল আবেদিন বলেছেন, ‘বিশ্বকাপ যেহেতু ইংল্যান্ডের কঠিন পরিবেশে খেলা হবে, তাই আমরা অভিজ্ঞতার উপর জোর দিয়েছি।’
বাংলাদেশ দল- মাশরাফি মোর্তাজা (অধিনায়ক), শাকিব আল-হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মহম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মহম্মদ সইফুদ্দিন, মেহদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও আবু জায়েদ।