ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ভারত সফর ঘিরে আশঙ্কার মেঘ। কারণ, জাতীয় খেলোয়াড়রা ঘোষণা করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁদের ১১ দফা দাবি মেনে না নিলে তাঁরা ক্রিকেট সংক্রান্ত কোনও কার্যকলাপে অংশ নেবেন না। ঢাকায় এক সাংবাদিক বৈঠকে খেলোয়াড়রা এই ঘোষণা করেছেন। শাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুশফিকর রহিমের মতো দলের প্রথমসারির খেলোয়াড়রা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। বোর্ডের সামনে পেশ করা তাঁদের দাবি পূরণের জন্য জোরাল সওয়াল করলেন ক্রিকেটাররা।
এ ব্যাপারে বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী বলেছেন, বিষয়টি সবে জেনেছি। বোর্ডের অন্দরে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
নিজামুদ্দিন বলেছেন, ক্রিকেটারদের হুঁশিয়ারিকে বিদ্রোহ বলে তাঁরা মনে করছেন না। তিনি বলেছেন, খেলোয়াড়রা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি। তবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
খেলোয়াড়রা যে সমস্ত দাবি জানিয়েছেন, সেগুলির মধ্যে রয়েছে-
- বাংলাদেশের প্রথমসারির টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলোয়াড়দের বেতনের কোনও উর্দ্ধসীমা রাখা চলবে না
- সংশোধিত বিবিএল ধাঁচের ফরম্যাটের পরিবর্তে বিপিএল ফ্র্যাঞ্চাইজি ধাঁচে পরিচালিত করতে হবে।
আগামী নভেম্বরে ভারতে তিনটি টি ২০ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। টি ২০ সিরিজ শুরু হবে ৩ নভেম্বর দিল্লিতে। পরের দুটি ম্যাচ হবে ৭ নভেম্বর রাজকোটে এবং ১০ নভেম্বর নাগপুরে। এরপর দুটি টেস্ট ম্যাচ। ইন্দোরে ১৪ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।