মহাবীর ১০ গুণ কড়া ছিলেন, দঙ্গল প্রসঙ্গে বীনেশ ফোগত
Web Desk, ABP Ananda | 28 Dec 2016 08:33 PM (IST)
নয়াদিল্লি: দঙ্গলে ‘বাপু হানিকারক’ আমির খানকে যেভাবে দেখানো হয়েছে, তার চেয়ে ১০ গুণ কড়া ছিলেন মহাবীর সিংহ ফোগত। এমনই মন্তব্য করলেন অলিম্পিয়ান কুস্তিগীর বীনেশ ফোগত। মহাবীরের দুই কন্যা গীতা ও ববিতা এবং ভাইঝি বীনেশ কুস্তিগীর। তাঁদের পরিবারকে নিয়েই তৈরি হয়েছে দঙ্গল। এই ছবি মুক্তি পাওয়ার পর সারা দেশের মানুষ তাঁদের সম্বন্ধে আগ্রহী হয়ে ওঠায় খুশি বীনেশ। কমনওয়েলথ গেমসে পদক জেতা বীনেশ বলেছেন, ‘দঙ্গল মুক্তি পাওয়ার পর ফোগত পরিবারের সবারই জনপ্রিয়তা বেড়ে গিয়েছে দেখে আমি অবাক। এই ছবি ঘিরে সংবাদমাধ্যমের উন্মাদনা দেখে আমি বিস্মিত। গীতাদির বিয়ের সময় আমির স্যারের সঙ্গে যত সাংবাদিক এসেছিলেন, সাক্ষী মালিক অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরেও ততজন আসেননি।’ দঙ্গল ছবিটি অবশ্য এখনও দেখা হয়ে ওঠেনি বীনেশের। রিও অলিম্পিকে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর তিনি এখন বেঙ্গালুরুতে রিহ্যাবে ব্যস্ত। সেই কারণে আমিরের আমন্ত্রণ সত্ত্বেও মুম্বইয়ে দঙ্গলের প্রিমিয়ারে যেতে পারেননি। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনা জেতাই এখন বীনেশের লক্ষ্য। তারপর তিনি ২০২০ অলিম্পিকের জন্য তৈরি হবেন।