হায়দরাবাদ: তাঁর দলে বিরাট কোহলির মত একজন ব্যাটসম্যান থাকলে এই টেস্ট বাঁচানো সম্ভব হত। এমনই স্বীকারোক্তি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের।


এদিন ম্যাচ-শেষে বিরাট জানান, বাংলাদেশ যদি 'বেসিক ব্যাটিং টেকনিক' মেনে খেলত, তাহলে তারা এই ম্যাচ বাঁচাতেই পারত। এই প্রসঙ্গে মুশফিকুরের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি জানান, বিরাটের মত ব্যাটিং টেকনিক থাকলে টেস্টে আপনি ৫০-এর ওপর গড় রাখতে পারবেন। সেক্ষেত্রে পঞ্চম দিন ম্যাচ বাঁচাতে সাত ব্যাটসম্যানের প্রয়োজন হত না। ড্র করতে চারজনই যথেষ্ট ছিল। মুশফিকুর যোগ করেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশ দলে বিরাট কোহলি নেই।


তাঁর অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়েও যাবতীয় সংশয় দূরে সরিয়ে রাখেন মুশফিকুর। এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তাঁর নেতৃত্ব সংশয়ে রয়েছে কি না। জবাবে এই ব্যাটসম্যান জানান, না তিনি অধিনায়কত্ব ছাড়ছেন, না উইকেট-রক্ষকের ভূমিকা।


তিনি বলেন, আমার ব্যাটিং গড় ৩৪-এর বেশি নয়। ফলে, স্বভাবতই, আমি দেশের সেরা ব্যাটসম্যান নই। কিন্তু, আমাকে একসঙ্গে তিনটি দায়িত্ব পালন করতে হয়—ব্যাটসম্যান, উইকেটরক্ষক ও অধিনায়ক। তিনি যোগ করেন, আমি যদি ভাল ফল না করি, তাহলে বোর্ড আমার বিষয়ে সিদ্ধান্ত নেবে।