কিংস্টন:  অ্যান্টিগায় প্রথম টেস্ট জিতে সিরিজের শুরুটা দাপটের সঙ্গেই করেছে বিরাট কোহলির ভারত। শনিবার থেকে জামাইকায় শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। একদিকে আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় দল, অন্যদিকে অনভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্টেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না কোহলি। ক্যারিবিয়ানদের কোণঠাসা করে হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণের দিকে আরও একধাপ এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল।

 

প্রথম টেস্টে ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে দেশের বাইরে সর্বোচ্চ রান করেছেন কোহলি। এটাই প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম দ্বিশতরান। রবিচন্দ্রন অশ্বিন শতরান করার পর ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বাংলার উইকেটকিপার ঋদ্ধিমান সাহা দু ইনিংস মিলিয়ে সাতটি শিকার করেছেন। এই অলরাউন্ড পারফরম্যান্সের ফলেই এশিয়ার বাইরে টেস্টে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত।

 

স্বাভাবিকভাবেই দ্বিতীয় টেস্টে নামার আগে ফুরপুরে মেজাজে ভারতীয় দল। অ্যান্টিগার পারফরম্যান্স ধরে রাখাই কোহলি-অশ্বিনদের লক্ষ্য। উল্টোদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবিয়ানরা তাদের চিরাচরিত অস্ত্র পেস বোলিংয়ের উপরেই ভরসা করছে। সাবাইনা পার্কের উইকেটে যথেষ্ট ঘাস আছে। পেসারদের আগুনে বোলিংয়ের মাধ্যমে ভারতকে কাবুল করাই জেসন হোল্ডারদের লক্ষ্য। তবে ভারতও পাল্টা দেওয়ার জন্য তৈরি। ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মহম্মদ শামির পেস আক্রমণের সামনে অ্যান্টিগায় প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। জামাইকায় সবুজ পিচে ভারতের এই পেস ত্রয়ীর ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা উজ্জ্বল। ফলে ভারতেরই সুবিধা হবে।