মুম্বই: ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন টসে জিতে ব্যাটিং নিয়ে শুরুটা ভালোই করেছে অস্ট্রেলিয়া। লাঞ্চের আগে ডেভিড ওয়ার্নারকে তুলে নেন ভারতের পেসার উমেশ যাদব। এরপর যা ঘটল তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ। ওয়ার্নারের আউটের পর সবে ক্রিজে এসেছেন অধিনায়ক স্টিভ স্মিথ। আচমকাই ড্রেসিংরুমের দিকে দৌড় লাগালেন দলের অন্য অপেনার ম্যাথু রেনশ। এর আগে তিনি আম্পায়ারের কাছে গিয়ে কিছু বলেন। এরপর স্মিথের সঙ্গে কথা বলে ড্রেসিংরুমের দিকে ছুটতে শুরু করেন তিনি । কিন্তু বাউন্ডারি লাইলেন ধারে তাঁকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়। কারণ, পরের ব্যাটসম্যান শন মার্শ তখনও মাঠে নামার জন্য প্রস্তুত হননি। পরে জানা যায়, পেট খারাপ হয়েছে রেনশর। তাঁর পরিবর্তে ক্রিজে আসেন মার্শকে। স্কোরবোর্ডে তখন লেখা- রেনশ রিটায়ার্ড হার্ট।
ধারাভাষ্যকার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্কও হতবাক হয়ে যান। তিনি বলেন, 'কী হচ্ছেটা কী? ও রিটারিং ইল। লাঞ্চের মাত্র ১৫ মিনিট বাকি। ভাবতে পারছি না রেনশ এভাবে ক্রিজ ছেড়ে চলে যাচ্ছে। মনে হচ্ছে, ওর পেট খুব খারাপ। তাই বাথরুমে গিয়েছে'।
প্রকৃতির ডাক, ওয়ার্নারের আউটের পরই ড্রেসিংরুমে দৌড় রেনশর
ABP Ananda, web desk
Updated at:
23 Feb 2017 12:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -