মুম্বই: হাত জোড় করে ক্ষমা চেয়ে নিলেন উর্বশী রাউতেলা (Urvashi Rautela)। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই ভিডিও। এবার কি তবে ঋষভ পন্থের (Rishabh Pant) সঙ্গে অভিনেত্রীর সমস্যা মিটতে চলেছে?
সম্প্রতি সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন পন্থ ও উর্বশী । ঘটনার সূত্রপাত উর্বশীর একটি দাবিকে কেন্দ্র করে । তিনি জানিয়েছিলেন, মিস্টার 'আর পি' তাঁকে বহুবার ফোন করেছিলেন । কিন্তু সেই ফোনে তিনি সাড়া দেননি। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। বলাবলি শুরু হয়, উর্বশীর উল্লেখ করা আর পি কি তবে ঋষভ পন্থ?
সম্প্রতি এক সাংবাদিক উর্বশীকে প্রশ্ন করেন, আর পি-র জন্য কোনও বার্তা? উর্বশী করজোড়ে বলেন, 'আমি দুঃখিত ।'
অতীতে পন্থের সঙ্গে উর্বশীর সম্পর্ক নিয়ে জল্পনা চলেছিল । পরে অবশ্য সেই সম্পর্কে ফাটল ধরেছে বলে শোনা যায় । পরিস্থিতি উত্তেজক হয়ে ওঠে কারণ, উর্বশীর দাবির পরই ইনস্টাগ্রামে জবাব দেন পন্থ । তবে এশিয়া কাপে ভারতের ম্যাচ দেখতে মরুদেশে হাজির ছিলেন উর্বশী । সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে ছিলেন তিনি । আর উর্বশীকে স্টেডিয়ামে দেখে গ্যালারিতে অনেকেই ঋষভ পন্থের নাম নিয়ে তাঁকে টিপ্পনি করতে শুরু করেন । উবর্শীকে অবশ্য এ সবে কান না দিয়ে ভারতের উইকেটরক্ষক-ব্যাটারের ব্যাটিংয়ের সময় তাঁকে উৎসাহ দিতে দেখা যায় ।
ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে উর্বশীর ঋষভকে উৎসাহ জোগানোর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। উর্বশী গত ৪ অক্টোবর ঋষভকে তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন। তারপর থেকেই উর্বশীকে নিয়ে জল্পনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায় । উর্বশী ও ঋষভের সম্পর্ক নিয়ে বেশ কয়েকবারই জল্পনা ছড়িয়েছে। তবে এখন ঋষভ অন্য একজনের সঙ্গে ডেট করছেন এবং তাঁর বান্ধবীর ছবিও খুব ভাইরাল হয়েছিল। পাকিস্তান ম্যাচে ঋষভকে বাইশ গজে চেনা ছন্দে দেখা গিয়েছিল । তিনি যখন এক-একটা শট খেলছিলেন, তখনই ক্যামেরা উর্বশীর দিকে তাক করা হচ্ছিল। আর উর্বশীকে বারেবারেই উচ্ছ্বসিত হয়ে উঠতে দেখা যাচ্ছিল। ঋষভের ব্যাটে চার-ছয় এলেই উর্বশীকে দেখা গিয়েছিল পতাকা দুলিয়ে আনন্দ প্রকাশ করতে।
আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা