মস্কো: রাশিয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। তার আগের দিনই ঠিক হয়ে গেল ২০২৬ সালের বিশ্বকাপ কোথায় হবে। ফিফার সদস্য দেশগুলির ভোটে মরক্কোকে সহজেই হারিয়ে বিশ্বকাপের দায়িত্ব পেল মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। ২০৩ টির মধ্যে ১৩৪টি ভোট পেয়েছে উত্তর আমেরিকার এই তিনটি দেশ। মরক্কো পেয়েছে ৬৫টি ভোট। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম তিনটি দেশে খেলা হবে। যোগ দেওয়া দলের সংখ্যাও ৩২ থেকে বেড়ে হবে ৪৮।

এর আগে উত্তর আমেরিকায় তিনবার বিশ্বকাপ হয়েছে। ১৯৭০ ও ১৯৮৬ সালে মেক্সিকোয় খেলা হয়েছিল এবং ১৯৯৪ সালের বিশ্বকাপ হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩২ বছর পর ফের উত্তর আমেরিকায় ফিরবে বিশ্বকাপ। কানাডায় এই প্রথম হবে ফুটবলের মহারণ।